বিনোদন ডেস্ক
ঢাকা: একসময় সামাজিক মাধ্যমে নানা রূপ-সাজের কারণে নেটিজেনদের সমালোচনার শিকার হলেও, এখন পর্দায় তার উপস্থিতি অনেক বেশি এবং তার নতুন ভক্তমহল তৈরি হয়েছে। লাস্যময়ী মডেল ও অভিনেত্রী রিয়া মনি এখন আরও বেশি দর্শকের নজর কাড়ছেন। তার অভিনীত নাটকগুলোও বেশ সাড়া ফেলেছে।
গেল ঈদের বিশেষ নাটক ‘ফুলপুর’-এ মোস্তফা খান সিহান পরিচালিত নাটকে অভিনেতা আরশ খানের সঙ্গে অভিনয় করেছেন রিয়া। এছাড়াও ‘সেরা রূপসি’, ‘দুইবোন’, ‘স্মৃতির জোনাকি’-তে তার অভিনয় প্রশংসিত হয়েছে। বলতে গেলে, রিয়া মনি তার ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়েই বেশ ভালো কিছু কাজ উপহার দিয়েছেন এবং নিজের জায়গা পোক্ত করার দৃঢ় সংকল্প নিয়েছেন। তবে শুধুমাত্র ছোট পর্দার মধ্যে সীমাবদ্ধ না থেকে বড় পর্দাতেও কাজ করতে চান এই উঠতি অভিনেত্রী।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে রিয়া তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং কিছু মজার ঘটনা শেয়ার করেছেন। তিনি বলেছেন, একসময় নেটিজেনরা তার লুক নিয়ে অনেক আলোচনা করেছিল। অনেকেই তাকে শুরুতে ছেলে ভেবেছিল, বিশেষত তার হেয়ারকাট ও পোশাকের কারণে। তবে, এখন সেই আলোচনা অনেকটাই কমেছে, এবং প্রশংসাও বেড়েছে।
রিয়া বলেন, 'দুই বছর আগে যখন আমি চুল একেবারেই শর্ট করে ফেলি, অর্থাৎ বয়কাট করেছিলাম, তখন আমি ক্যাফে বা বন্ধুদের সাথে ঘুরতে বের হলে অনেক মেয়ে আমাকে ছেলেই ভাবত। এমনকি, কিছু মেয়ে আমাকে প্রেমের প্রস্তাবও দিয়েছে।'
এ বিষয়ে রিয়া আরো বলেন, 'মেয়েদের থেকে প্রেমের প্রস্তাব পাওয়া ছিল এক মজার অভিজ্ঞতা।' তিনি বলেন, 'অন্য মেয়েরা যখন বয়কাট করে, তখনও তারা মেয়েই থাকে, কিন্তু আমি যখন এটা করলাম, তখন আমাকে পুরোপুরি ছেলে ভাবা হচ্ছিল। মেয়েরা আমাকে ছেলেই ধরে নিতে শুরু করেছিল। এবং, মেয়েদের থেকে প্রেমের প্রস্তাব পাওয়া, এটা ছিল অনেক মজার।'
রিয়া মনি তার অভিনয় এবং সাহসী সিদ্ধান্তগুলোর মাধ্যমে এক নতুন দৃষ্টিকোণ সৃষ্টি করেছেন। ভবিষ্যতে কী হতে চলেছে তার ক্যারিয়ার, তা দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।
বাংলাফ্লো/আফি
Comments 0