এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিনি একাধারে কবি, গীতিকার এবং অভিনেতা। তাঁর শক্তিশালী অভিনয় দিয়ে তিনি জয় করেছেন অগণিত মানুষের হৃদয়। কিন্তু ৫২ বছর বয়সে এসেও তিনি কেন বিয়ে করেননি— এই প্রশ্নটি তাঁর ভক্তদের মনে প্রায়শই উঁকি দেয়। অবশেষে, জনপ্রিয় তারকা মারজুক রাসেল নিজেই জানালেন তাঁর অবিবাহিত থাকার কারণ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মারজুক রাসেল বলেন, আসলে কারো সঙ্গেই তাঁর মনের মিল বা ‘টিউন’ মেলেনি, তাই আর বিয়ের বন্ধনে জড়ানো হয়নি। তিনি জানান, ১৯৯৬ সালে একবার বিয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও ‘ম্যাচ’ না হওয়ায় তা আর এগোয়নি।
তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বলেন, “ম্যাচ না করলে জোর করে ম্যাচ করাইয়া সারা জীবন ক্যাচক্যাচ-ঘ্যাচঘ্যাচ কইরা যাওয়ায় আমি আগ্রহী নই।”
প্রেম নিয়েও তিনি অকপট। মারজুক বলেন, “আমি সব সময় প্রেমে থাকি। একটা প্রেম থেকে আরেকটা প্রেমে যাওয়া যায় না। প্রেম ঘটে যায়, সংখ্যায় মাপা যায় না।”
বিয়ে না করলেও, তিনি নিজেকে সংসারবিবাগী মনে করেন না। মা, নানু এবং ভাইবোনদের নিয়েই তাঁর সংসার। তিনি বিশ্বাস করেন, দাম্পত্য এবং সংসার এক নয়— একা থাকলেও সংসার করা যায়।
কিশোরবেলায় জেরিন নামে এক মেয়ের প্রতি তাঁর একতরফা ভালোবাসার কথাও তিনি স্মরণ করেন, যাকে নিয়ে পরবর্তীতে নাটক, বিজ্ঞাপন এমনকি সিনেমাও হয়েছে।
সব মিলিয়ে, মারজুক রাসেলের এই খোলামেলা সাক্ষাৎকার প্রমাণ করে, তিনি প্রথাগত সামাজিক নিয়মের চেয়ে নিজের মনের শান্তি এবং সৃজনশীলতাকেই বেশি গুরুত্ব দেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0