Logo

উপন্যাসের নায়িকা হলেন পূর্নিমা বৃষ্টি

নাটকটির নাম প্রথমে উপন্যাসের নাম অনুসারে ‘সুরঞ্জনা’ই রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জানা যায়, ওই নামে আরও একটি নাটক থাকায় বিভ্রান্তি এড়াতে নাম পরিবর্তন করে ‘দূরে কাছে কোথাও’ রাখা হয়েছে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ঔপন্যাসিক সুলতানা নুরজাহান রোজীর লেখা “সুরঞ্জনা” উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘দূরে কাছে কোথাও’। ইয়ামিন ইলানের চিত্রনাট্য ও পরিচালনায় এই নাটকটি প্রচারিত হবে আগামীকাল শুক্রবার (২৫ জুলাই), রাত ৯টা ৩০ মিনিটে, এনটিভির পর্দায়। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী আবু হুরায়রা তানভীর এবং পূর্নিমা বৃষ্টি।

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির নাম প্রথমে উপন্যাসের নাম অনুসারে ‘সুরঞ্জনা’ই রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জানা যায়, ওই নামে আরও একটি নাটক থাকায় বিভ্রান্তি এড়াতে নাম পরিবর্তন করে ‘দূরে কাছে কোথাও’ রাখা হয়েছে।

‘দূরে কাছে কোথাও’ নাটকটিতে আবু হুরায়রা তানভীর এবং পুর্নিমা বৃষ্টি ছাড়াও আরও অভিনয় করেছেন করভী মিজান, হিমে হাফিজসহ অনেকে। নাটকটি প্রসঙ্গে সংশ্লিষ্ট একজন বলেন, “নাটকটি নিয়ে আরো লিখবো সময় করে। আগে দর্শক দেখুক।”— অর্থাৎ, কাজটি নিয়ে তাঁরা এতটাই আত্মবিশ্বাসী যে, তাঁরা চান নাটকটি নিজেই দর্শকদের সঙ্গে কথা বলুক।

উপন্যাস থেকে নেওয়া একটি গভীর গল্পের সঙ্গে তানভীর ও পূর্নিমা বৃষ্টির মতো নতুন জুটির রসায়ন দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে বলে আশা করছেন নির্মাতা। নাটকটি টেলিভিশনে প্রচারের পর এনটিভির ইউটিউব চ্যানেল ‘NTV Natok’-এও দেখা যাবে।

বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0