এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ‘ভুয়া খবর’ নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনয়শিল্পী আরশ খানের মধ্যে এক প্রকাশ্য বিতর্ক তৈরি হয়েছে। ‘মাইলস্টোনের ৪৬ জন ছাত্র-ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না’— এমন একটি পোস্ট শোবিজ অঙ্গনের অনেকে শেয়ার করার পর উপদেষ্টা ফারুকী তাঁদের ‘দায়িত্বহীন’ বলে মন্তব্য করেন। এর জবাবে, অভিনেতা আরশ খান পাল্টা পোস্টে বলেছেন, সঠিক তথ্যের ঘাটতির কারণেই এই ধোঁয়াশা তৈরি হয়েছে এবং উপদেষ্টাদেরও আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত।
যেভাবে বিতর্কের শুরু:
বুধবার (২৩ জুলাই) মধ্যরাতে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “আমাদের বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রী, অভিনেতা, পরিচালক গত তিন ঘন্টায় তাদের প্রোফাইল থেকে একটা ভুল তথ্য পোস্ট করেছেন... ভুয়া তথ্যে বলা হচ্ছে, মাইলস্টোনের প্রায় ৪৬ জন ছাত্র-ছাত্রীকে পাওয়া যাচ্ছে না।” তিনি এই কাজকে “দায়িত্বহীন” এবং “দুঃখজনক” বলে অভিহিত করে প্রশ্ন তোলেন, “এই রকম অবিশ্বাস্য কথা কি ভুল করে উনারা শেয়ার করলেন? নাকি এটা একটা সম্মিলিত উদ্যোগ?”
আরশ খানের পাল্টা জবাব:
উপদেষ্টার এই পোস্টের প্রতিক্রিয়ায় বুধবার ২৩ জুলাই সকালে অভিনেতা আরশ খান একটি পাল্টা পোস্ট দেন। তিনি শিল্পীদের পক্ষ নিয়ে লেখেন, “মাননীয় উপদেষ্টা, বিখ্যাত শিল্পী, পরিচালকগণ যারা একটি ভুল পোস্ট শেয়ার করেছেন উনারা মানুষ। তাদের পরিবারে ও শিশু আছে। দেশের ক্রান্তিকালে তারাও অস্থির হয়ে থাকেন।”
তিনি তথ্যের ঘাটতির দিকে ইঙ্গিত করে বলেন, “যেহেতু আপনাদের দেওয়া ইনফরমেশন সম্পূর্ণ ভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সাথে মিলছে না তাই আমরা ধোঁয়াশার মধ্যে আছি।”
তিনি আরও যোগ করেন, “ভুল বসত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কি না এসব তদন্ত পরে করে, দুর্ঘটনার সঠিক তদন্ত করে আমাদের সঠিক তথ্য দিয়ে অবগত করুন। যেনো ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে। জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতা আশা করে।”
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0