শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আমেরিকায় দাঁড়িয়ে ট্রাম্পকে নিয়ে রসিকতা বাদশার

এর আগে ‘বিগ বস ১৯’-এর মঞ্চে বলিউড সুপারস্টার সালমান খানও নাম না করে ট্রাম্পকে খোঁচা দিয়েছিলেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য শুল্ক নিয়ে যখন টানাপোড়েন চলছে, ঠিক তখনই মার্কিন মুলুকে দাঁড়িয়ে, হাজার হাজার দর্শকের সামনে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি গানের মাধ্যমে খোঁচা দিলেন ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা। নিউ জার্সিতে তাঁর এক কনসার্টে, বাদশা তাঁর বিখ্যাত গান ‘তারিফান’-এর কথা বদলে ট্রাম্পের শুল্কনীতির সমালোচনা করেন, যার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

উত্তর আমেরিকা সফরের অংশ হিসেবে, বাদশা নিউ জার্সিতে একটি কনসার্টে পারফর্ম করছিলেন। সেখানে তিনি তাঁর জনপ্রিয় গান ‘তারিফান’ গাওয়ার সময়, মূল লাইন “কিন্নি তারিফাঁ চাহিয়েদি তেন্নু?” (তোমার আর কত প্রশংসা চাই?) পরিবর্তন করে গেয়ে ওঠেন— “কিন্নি ট্যারিফ চাহিদি ট্রাম্প নু?” (ট্রাম্প আর কত শুল্ক চান?)।

তাঁর এই খোঁচায় উপস্থিত দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। এ ছাড়াও, ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণেও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে, যা দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি করেছে। বাদশার এই গানের লাইনটি ছিল সেই ঘটনারই এক শৈল্পিক প্রতিবাদ।

শুধু বাদশাহই নন, এর আগে ‘বিগ বস ১৯’-এর মঞ্চে বলিউড সুপারস্টার সালমান খানও নাম না করে ট্রাম্পকে খোঁচা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “যারা গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি ঝামেলা ছড়াচ্ছে, তারাই এখন শান্তির পুরস্কার (নোবেল) চাইছে।”

সব মিলিয়ে, ভারতীয় তারকারা যে এখন দেশের বাইরের মঞ্চেও রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে মত প্রকাশ করতে ভয় পাচ্ছেন না, বাদশার এই ঘটনাটি তারই এক বড় প্রমাণ।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0