শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

টরন্টোর লাল গালিচায় শাড়িতে ঝড় তুললেন জাহ্নবী কাপুর

বলিউডের নতুন প্রজন্মের এই অভিনেত্রীর এই অসাধারণ লুকটির পেছনের কারিগর ছিলেন তাঁরই কাজিন এবং জনপ্রিয় স্টাইলিস্ট রিয়া কাপুর।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউড তারকা জাহ্নবী কাপুর তাঁর নতুন সিনেমা ‘হোমবাউন্ড’-এর প্রিমিয়ারের জন্য বর্তমানে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) রয়েছেন। উৎসবের লাল গালিচায় তাঁর ব্যতিক্রমী এবং আকর্ষণীয় উপস্থিতি ইতোমধ্যেই আন্তর্জাতিক ফ্যাশন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এদিন জাহ্নবী কাপুর পরেছিলেন প্রখ্যাত ডিজাইনার জুটি আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা একটি রেশমের শাড়ি। তবে শাড়িটি তিনি পরেছিলেন এক আধুনিক এবং শৈল্পিক আঙ্গিকে। কাঁধের ওপর দিয়ে নামা পল্লুটি দেখতে অনেকটা ‘খোলা দিগন্তের’ মতো অনুভূতি দিচ্ছিল। সঙ্গে ছিল একটি গভীর কাটের স্লিভলেস ব্লাউজ এবং মুক্তার অলংকার, যা তাঁর সাজে এক রাজকীয় ছোঁয়া এনেছিল।

জানা গেছে, বলিউডের নতুন প্রজন্মের এই অভিনেত্রীর এই অসাধারণ লুকটির পেছনের কারিগর ছিলেন তাঁরই কাজিন এবং জনপ্রিয় স্টাইলিস্ট রিয়া কাপুর।

‘হোমবাউন্ড’ সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে এর মধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এর আগে কান চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ারে এটি নয় মিনিটের দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল।

প্রযোজক করণ জোহর জানিয়েছেন, টরন্টো চলচ্চিত্র উৎসবের সম্মানজনক ‘গালা প্রেজেন্টেশনস’ বিভাগে ছবিটির নির্বাচন ধর্মা প্রোডাকশনের জন্য এক বিরাট গর্বের মুহূর্ত।

সিনেমার গল্পটি উত্তর ভারতের এক ছোট গ্রামের দুই শৈশবসঙ্গীকে নিয়ে, যারা পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে। সামাজিক চাপ এবং ব্যক্তিগত হতাশা কীভাবে তাদের বন্ধুত্বকে পরীক্ষায় ফেলে, তাই নিয়েই এগিয়েছে ছবির কাহিনী।

প্রিমিয়ারের আগে, অভিনেতা ঈশান খট্টর সামাজিক মাধ্যমে জাহ্নবীসহ পুরো ‘হোমবাউন্ড’ টিমের সঙ্গে একটি হাসিমুখের সেলফি শেয়ার করেন, যা ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0