শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ‘দ্য বেঙ্গল ফাইলস’, বক্স অফিসেও ভরাডুবি

তবে হল মালিকদের একাংশ জানিয়েছেন, অন্য বড় বাজেটের সিনেমার শো থাকায়, তাঁরা ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর জন্য স্লট পাননি।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর থেকেই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ১৯৪৭ সালের দেশভাগের পর পশ্চিমবঙ্গের হিন্দুদের ওপর নির্যাতনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বলে নির্মাতারা দাবি করলেও, অনেকেই ছবিটিকে ইতিহাস বিকৃতি এবং ধর্মীয় উস্কানিমূলক বলে অভিযোগ করেছেন। এই বিতর্কের জেরেই, ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পায়নি এবং ভারতের অন্যান্য রাজ্যেও বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি।

‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বিপুল সাফল্যের পর, অনেকেই ভেবেছিলেন বিবেকের ‘ফাইলস’ ট্রিলজির শেষ কিস্তি ‘দ্য বেঙ্গল ফাইলস’-ও বক্স অফিসে ঝড় তুলবে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, মুক্তির ষষ্ঠ দিনে ছবিটি মাত্র ৮৮ লাখ রুপি আয় করেছে এবং সব মিলিয়ে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৯.৮২ কোটি রুপিতে, যা প্রত্যাশার চেয়ে অনেকটাই কম।

পরিচালক বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেছেন, রাজনৈতিক চাপের কারণেই পশ্চিমবঙ্গে ছবিটির উপর এক ‘অঘোষিত নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে এবং প্রেক্ষাগৃহের মালিকরা ছবিটি দেখাতে ভয় পাচ্ছেন। তবে হল মালিকদের একাংশ জানিয়েছেন, অন্য বড় বাজেটের সিনেমার শো থাকায়, তাঁরা ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর জন্য স্লট পাননি।

ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, শাশ্বত চট্টোপাধ্যায় এবং সৌরভ দাসের মতো একঝাঁক তারকা। নির্মাতাদের দাবি, ছবিটি পশ্চিমবঙ্গের ইতিহাসের এক চাপা পড়ে থাকা সত্যকে তুলে ধরেছে।

সব মিলিয়ে, ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর থেকেই এক রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে মুক্তি না পাওয়া এবং বক্স অফিসে দুর্বল পারফরম্যান্স— এই দুইয়ে মিলে ছবিটি এখন আলোচনার শীর্ষে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0