এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রথমবারের মতো ভারতীয় কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। ভারতের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম সনি লিভ (Sony Liv)-এর নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে দেখা যাবে তাঁকে। সম্প্রতি সিরিজটির ফার্স্ট লুক এবং টিজার প্রকাশ করা হয়েছে, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই দুই বাংলার দর্শকদের মধ্যে ব্যাপক হইচই ফেলে দিয়েছে।
প্রকাশিত কয়েক সেকেন্ডের টিজারেই আরিফিন শুভকে একাধিক ভিন্ন এবং আকর্ষণীয় লুকে দেখা গেছে। কোথাও তিনি ধূসর রঙের স্লিম-ফিট স্যুটে, আবার কোথাও সাদা ঝকঝকে স্যুটে নাচছেন। প্রতিটি লুকেই তাঁর চুল এবং পোশাকের স্টাইলে সত্তরের দশকের আবহ ফুটিয়ে তোলা হয়েছে।
জানা গেছে, ‘জ্যাজ সিটি’ সিরিজটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা সৌমিক সেন। সিরিজটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৌরসেনী মৈত্র।
অনেকদিন ধরেই সৌমিক সেনের পরিচালনায় আরিফিন শুভর মুক্তিযুদ্ধভিত্তিক একটি কাজে অভিনয়ের কথা শোনা যাচ্ছিল। অবশেষে, ‘জ্যাজ সিটি’র মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটল।
ভারতের সনি লিভ প্ল্যাটফর্মটি মানসম্মত কনটেন্টের জন্য বিশেষভাবে পরিচিত। বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও, আরিফিন শুভর মতো একজন শীর্ষস্থানীয় অভিনেতার এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি শিল্পীদের জন্য আবারও এক নতুন দ্বার উন্মোচিত হলো।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0