এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: আগামীকাল, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে এক সপ্তাহ পিছিয়ে গেল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত এই সিনেমাটি এখন মুক্তি পাবে আগামী ১৯ সেপ্টেম্বর।
সিনেমাটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত হল সংক্রান্ত জটিলতার কারণেই মুক্তির তারিখ পেছানো হয়েছে। এ ছাড়াও, সামনে দুর্গাপূজার উৎসবের আমেজ শুরু হবে, তাই নতুন তারিখে মুক্তি পেলে আরও বেশি দর্শক ছবিটি উপভোগ করতে পারবেন বলে মনে করছেন তাঁরা।
বর্তমানে কলকাতায় অবস্থানরত জয়া আহসান জানিয়েছেন, তিনি এই সপ্তাহেই ঢাকায় ফিরবেন এবং দেশে ফিরে নতুন এই সিনেমার প্রচারণায় অংশ নেবেন।
ছবিতে নিজের চরিত্র নিয়ে জয়া বলেন, “আমাদের দেশের সুবিধা-বঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদের একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি।”
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সিনেমাটি সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প বলে। নির্মাণের পর থেকেই ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে এটি জাতীয় পুরস্কার জিতেছে এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও প্রদর্শিত হয়েছিল।
অভিনেতা ও প্রযোজক সুমন ফারুক বলেন, “বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছি, এবার আমাদের দেশের দর্শকরা হাততালি দেবেন বলে আশা করছি।”
জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0