এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিনি প্রতিনিয়ত সৃষ্টির নেশায় ডুবে থাকেন। ‘হিট’ বা ‘ফ্লপ’-এর হিসাব না কষে, প্রতি মাসেই ভক্তদের জন্য নিয়ে আসেন নতুন নতুন গান। তিনি নন্দিত সংগীতশিল্পী ও পরিচালক হাবিব ওয়াহিদ। কীভাবে তিনি বছরের পর বছর ধরে এমন ধারাবাহিক এবং মানসম্মত কাজ উপহার দিয়ে যাচ্ছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর এই নিরলস শ্রমের পেছনের ভাবনা ও অনুপ্রেরণার কথাই তুলে ধরেছেন।
হাবিব ওয়াহিদ জানান, কোনো গান শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার আগে, তিনি নিজে সেই কাজটি নিয়ে শতভাগ সন্তুষ্ট হতে চান।
তিনি বলেন, “এ কথা সত্যি যে, গান তৈরি করার পর আগে থেকে অনুমান করা কঠিন, সেটি শ্রোতা মনে কতটা ছাপ ফেলবে। তাই যতক্ষণ নিজের ভালো না লাগে, ততক্ষণ পর্যন্ত সুর-সংগীতের কাটাছেঁড়া চালিয়ে যাই। নিরীক্ষারও কোনো সীমা-পরিসীমা বেঁধে দেই না। যখন মনে হয়, সবকিছু পরিকল্পনামাফিক হয়েছে, তখন বিশ্বাস জাগে, গান অনেকের ভালো লাগবে।”
এই নিরলস কাজের পেছনে তাঁর মূল শক্তি কী? উত্তরে হাবিব মুচকি হেসে বলেন, “ভালোবাসায় পৃথিবী জয় করা হয়, তাই আমাকে দিয়ে যা কিছু হয়েছে, তার মূলশক্তি শ্রোতার ভালোবাসা। নিরলস কাজে ডুবে থাকা আর মনের অতল গভীরে ডুব দিয়েই সুর তুলে আনার চেষ্টা করেছি সব সময়।”
‘পাগল হাওয়া’, ‘ঘোর কেটে যায়’, ‘তোমার মন জানে’— এমন অসংখ্য হিট গানের স্রষ্টা হাবিব ওয়াহিদকে অনেকেই ‘তাঁর কালের শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ বলে অভিহিত করেন। মনে করা হয়, একুশ শতকের বাংলা গানে তাঁর আবির্ভাবই এক বড় ‘হাওয়া বদল’ এনেছিল।
সম্প্রতি তিনি আতিয়া আনিসার সঙ্গে ‘তোর আদরে’ এবং তার আগে ‘জানি না’ ও ‘দিলানা’ নামে একক গান প্রকাশ করেছেন, যা তাঁর ধারাবাহিক সৃজনশীলতারই প্রমাণ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0