বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

এশিয়ার অন্যতম সেরা পুরস্কার যাচ্ছে ক্লোয়ি ঝাওয়ের ঝুলিতে

জাপানের বিখ্যাত চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়ার নামে প্রবর্তিত এই পুরস্কারটি সেইসব নির্মাতাদের দেওয়া হয়, যাঁদের কাজ চলচ্চিত্র শিল্প এবং সমাজের ওপর গভীর প্রভাব ফেলে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অক্টোবরের শেষে শুরু হতে চলেছে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব, ৩৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের আগেই ঘোষণা করা হলো এবারের আসরের সম্মানজনক ‘আকিরা কুরোসাওয়া পুরস্কার’ বিজয়ীদের নাম। চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখার জন্য এ বছর এই পুরস্কার পাচ্ছেন দুজন ভিন্নধারার কিন্তু বিশ্বখ্যাত নির্মাতা— জাপানি পরিচালক লি সাং ইল এবং চীনা বংশোদ্ভূত অস্কারজয়ী পরিচালক ক্লোয়ি ঝাও।

জাপানের বিখ্যাত চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়ার নামে প্রবর্তিত এই পুরস্কারটি সেইসব নির্মাতাদের দেওয়া হয়, যাঁদের কাজ চলচ্চিত্র শিল্প এবং সমাজের ওপর গভীর প্রভাব ফেলে।

লি সাং ইল, যার সিনেমার মূল উপজীব্য হলো মানবিক ভুল, দ্বন্দ্ব এবং কঠিন সামাজিক বাস্তবতা।

অন্যদিকে, ‘নোম্যাডল্যান্ড’-এর মতো সিনেমার জন্য অস্কারজয়ী ক্লোয়ি ঝাও তাঁর অনন্য কাব্যিক এবং বাস্তবসম্মত নির্মাণশৈলীর জন্য বিশ্বজুড়ে নন্দিত।

এই সম্মানজনক পুরস্কার প্রাপ্তির পর, ক্লোয়ি ঝাও এক প্রতিক্রিয়ায় বলেন, “চলচ্চিত্রকারেরা আসলে সংস্কৃতি, সময় আর অনুভূতির মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। তাই এ সম্মান তাদের কাজের প্রকৃত উদ্দেশ্যকে আবারও মনে করিয়ে দেয়।”

জানা গেছে, উৎসব চলাকালীন আগামী ৩রা নভেম্বর টোকিওর ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই দুই নির্মাতার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0