বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

১২ কোটির জমি নিয়ে বিপাকে সুহানা খান

এই জায়গাটির মালিকানা সরকারের হাতে এবং এটি শুধুমাত্র কৃষকদের কৃষিকাজের জন্যই সংরক্ষিত ছিল। সুহানা অঞ্জলি, রেখা ও প্রিয়া নামের তিন বোনের কাছ থেকে জায়গাটি কিনেছিলেন, যাঁরা উত্তরাধিকার সূত্রে এটি পেয়েছিলেন বলে দাবি করেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে এবং তরুণ অভিনেত্রী সুহানা খান এবার এক বড়সড় আইনি বিপাকে পড়েছেন। মহারাষ্ট্রের সমুদ্রতীরবর্তী শহর আলিবাগে তাঁর কেনা প্রায় দেড় একর জমি নিয়ে শুরু হয়েছে তদন্ত। অভিযোগ উঠেছে, যে জমিটি তিনি কিনেছেন, সেটি আসলে কৃষি জমি, যা আইন অনুযায়ী অ-কৃষকদের কাছে বিক্রয়যোগ্য নয়। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, জমি কেনার কাগজপত্রে সুহানা খানকে নাকি একজন ‘কৃষক’ হিসেবে দেখানো হয়েছে!

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস (IANS)-এর প্রতিবেদন অনুযায়ী, সুহানা খান আলিবাগে প্রায় ১২ কোটি ৯১ লাখ রুপি দিয়ে দেড় একরের একটি জায়গা কিনেছিলেন। এর জন্য তিনি ৭৭ লাখ ৪৬ হাজার রুপি স্ট্যাম্প ডিউটি হিসেবে পরিশোধও করেছেন।

কিন্তু প্রশাসনের দাবি, এই জায়গাটির মালিকানা সরকারের হাতে এবং এটি শুধুমাত্র কৃষকদের কৃষিকাজের জন্যই সংরক্ষিত ছিল। সুহানা অঞ্জলি, রেখা ও প্রিয়া নামের তিন বোনের কাছ থেকে জায়গাটি কিনেছিলেন, যাঁরা উত্তরাধিকার সূত্রে এটি পেয়েছিলেন বলে দাবি করেন।

এই লেনদেনের বৈধতা এবং বিশেষ করে, সুহানা খানকে কীভাবে কাগজপত্রে ‘কৃষক’ হিসেবে দেখানো হলো, তা নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তবে শাহরুখ-কন্যা এক বড় আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন।

তবে এই গুরুতর বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সুহানা খান বা তাঁর বাবা শাহরুখ খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সুহানার। বর্তমানে তিনি তাঁর বাবা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0