বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

বিয়ের আসরে হঠাৎ জাস্টিন বিবার, বর-কনে অবাক!

“জাস্টিন বিবার আপনি কিন্তু আমার বিয়েতেও আসবেন।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বিয়ের অনুষ্ঠানে কোনো দাওয়াত ছাড়াই যদি হঠাৎ হাজির হন পপ সুপারস্টার জাস্টিন বিবার, তাহলে কেমন হবে? সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের এক বিয়ের অনুষ্ঠানে ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। জাস্টিন বিবার নিমন্ত্রণ ছাড়াই এক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর-কনেসহ সকল অতিথিকে চমকে দিয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম এর প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের ওই বিয়ের অনুষ্ঠানে হঠাৎই হাজির হন জাস্টিন বিবার। তিনি শুধু অনুষ্ঠানে উপস্থিতই হননি, কনের সঙ্গে বেশ কয়েকটি ছবি তুলেছেন এবং সেখানে থাকা অতিথিদের সঙ্গে বসে আড্ডাও দিয়েছেন। চোখের সামনে প্রিয় তারকাকে এভাবে পেয়ে, বিয়ের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়।

এই ঘটনার পর, কনে মজা করে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “এর পরে আমি আর বিয়ে করব কী করে জানি না।” তাঁর এই পোস্টে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

একজন লিখেছেন, “এমন মুহূর্ত সত্যিই অবিস্মরণীয়।”

আরেকজন বিবারের ভক্ত আবদার করে লিখেছেন, “জাস্টিন বিবার আপনি কিন্তু আমার বিয়েতেও আসবেন।”

প্রসঙ্গত, ভারতীয় বিয়েতে জাস্টিন বিবারের অংশ নেওয়ার অভিজ্ঞতা প্রথম নয়। এর আগে তিনি ভারতের ধনকুবের আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন। তবে সেই অনুষ্ঠানের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ১০ মিলিয়ন ডলার। কিন্তু এবারের বিয়েতে তাঁর এই স্বতঃস্ফূর্ত এবং বন্ধুত্বপূর্ণ উপস্থিতি ছিল একেবারেই ভিন্ন এক অভিজ্ঞতা।

এই ঘটনা প্রমাণ করে, জাস্টিন বিবার শুধু একজন বিশ্বখ্যাত তারকাই নন, ভক্তদের চমকে দিতেও তিনি ওস্তাদ।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0