এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ২০০৫ সালের ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতা দিয়ে যিনি দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন, যাঁর বাউল ও সুফি ঘরানার গানে বুঁদ ছিল হাজারো শ্রোতা, সেই জনপ্রিয় শিল্পী মশিউর রহমান রিংকু এখন শহর ছেড়ে গ্রামের বাসিন্দা। চারবার স্ট্রোক করে যাঁর শরীরের বাঁ পাশ অবশ হয়ে গিয়েছিল, সেই রিংকু সম্প্রতি ঢাকায় এসেছিলেন একটি নতুন গানের রেকর্ডিংয়ে। আর তখনই তিনি মুখ খুললেন তাঁর তারকা জীবন, অসুস্থতা এবং বর্তমানের শান্ত, গ্রামীণ জীবন নিয়ে।
দীর্ঘ পাঁচ বছর ধরে নওগাঁর আত্রাই উপজেলার বড় সাওতা গ্রামে থাকছেন রিংকু। শোবিজের বন্ধুদের কথা কি তাঁর মনে পড়ে? এই প্রশ্নের জবাবে রিংকু এক সত্য তুলে ধরেন। তিনি বলেন, “না...। যদি নিজের কথা চিন্তা করি, তাহলে আর মিস করি না। মিডিয়ায় কেউ কারও বন্ধু না। দিনশেষে নিজের কাছে ফিরতে পেরেছি, এটা ভাবতে খুব ভালো লাগে।”
তিনি আরও যোগ করেন, “তারকা হিসেবে ওই ওপরতলার জীবনটাও দেখেছি, পরে নিচের তলার জীবনটাও দেখেছি। ...মিডিয়ায় যে জীবন ছিল, সেটা কোনো জীবন ছিল না।”
রিংকু জানান, তিনি মোট চারবার স্ট্রোক করেছেন। ২০১৬ সালে ইতালিতে, ২০১৮ সালে একবার এবং ২০২০ সালে পরপর দুবার স্ট্রোক করার পর তাঁর শরীরের বাঁ পাশ অবশ হয়ে যায়। সেই থেকেই তিনি প্রফেশনাল গান থেকে দূরে। তিনি বলেন, “যে ডাক্তারের কাছেই যাই, সেই ডাক্তারই বলে, সময় লাগবে। কবে পুরোপুরি সুস্থ হবো জানি না।”
এত অসুস্থতার পরেও, তরুণ সংগীতশিল্পী ও পরিচালক মিলনের উদ্যোগে রিংকু একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। ‘মন দিয়া কেউ ভালোবাসে না’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে, যা খুব শীঘ্রই ‘রকেট বাংলা মিউজিক’ চ্যানেলে মুক্তি পাবে।
নিজের কৃষি ফার্ম আর গ্রামের চেনা মানুষদের নিয়েই এখন রিংকুর জগৎ। তবে তিনি জানান, যদি কখনও পুরোপুরি সুস্থ হয়ে গাইতে পারেন, তবে তিনি আবারও গাইবেন। কারণ, তাঁর গানগুলো আজও সাধারণ মানুষ শোনে, আর এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0