এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘হীরামান্ডি’র সাফল্যের পর যখন তিনি তাঁর নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আইনি বিপাকে পড়লেন বলিউডের প্রখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালি। তাঁর এবং তাঁর প্রযোজনা সংস্থার আরও দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, দুর্ব্যবহার এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর নামের এক ব্যক্তি এই অভিযোগ করেছেন। তাঁর দাবি, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার জন্য বানসালির প্রযোজনা সংস্থা তাঁকে লাইন প্রোডিউসার হিসেবে নিযুক্ত করেছিল এবং সেই অনুযায়ী চুক্তিও হয়েছিল।
প্রতীকরাজের অভিযোগ, তিনি প্রাথমিক কাজ শুরু করার পরই, হঠাৎ করে তাঁর চুক্তি বাতিল করে তাঁকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তাঁর প্রাপ্য টাকাও পরিশোধ করা হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, এই বিষয়ে কথা বলার জন্য তিনি যখন বানসালি এবং তাঁর টিমের সঙ্গে দেখা করতে যান, তখন তাঁকে দেখা করতে দেওয়া হয়নি এবং উল্টো তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে।
এই গুরুতর অভিযোগ নিয়ে বানসালির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পর সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আবারও জুটি বাঁধতে চলেছেন বাস্তব জীবনের দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এ ছাড়াও, সিনেমাটিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশলকেও। এমন একটি বড় বাজেটের এবং বহু প্রতীক্ষিত সিনেমার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায়, বলিউডজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0