বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ফেরদৌসকে নিয়ে পুরনো গুঞ্জনের জবাব দিলেন শ্রীলেখা মিত্র

তবে ফেরদৌসের টলিউডে আসার পেছনে তাঁরই অবদান ছিল।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: টলিউডের অন্দরে কান পাতলে প্রায়শই শোনা যায় নানা গুঞ্জন। তেমনই এক পুরনো গুঞ্জন— দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে নাকি একসময় প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে, এই দীর্ঘদিনের গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন শ্রীলেখা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁদের মধ্যে কখনোই কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তবে ফেরদৌসের টলিউডে আসার পেছনে তাঁরই অবদান ছিল।

শ্রীলেখা মিত্র জানান, পরিচালক স্বপন সাহার ‘সিংহ পুরুষ’ সিনেমার মাধ্যমে ফেরদৌসের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয় বাংলাদেশে। তিনি বলেন, “ছবির সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।” শান্ত এবং নম্র স্বভাবের ফেরদৌসকে তখন তাঁর বেশ ভালো লেগেছিল বলে জানান অভিনেত্রী।

শ্রীলেখা বলেন, কলকাতা ফেরার পর কিংবদন্তি পরিচালক বাসু চট্টোপাধ্যায় তাঁর নতুন ছবি ‘হঠাৎ বৃষ্টি’-র জন্য নায়ক খুঁজছিলেন এবং নায়িকা হিসেবে তাঁকেই ভেবেছিলেন।

অভিনেত্রীর দাবি, “ফেরদৌসের কথা বাসুদাকে (বাসু চট্টোপাধ্যায়) বলি। আমার সূত্রেই ও টলিউডে পা রাখে।”

তবে এই সাহায্য করা মানেই যে প্রেম, তা মানতে নারাজ শ্রীলেখা। তিনি বলেন, “তার মানেই কি প্রেম! কারও নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক, প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।”

শ্রীলেখা মিত্রের এই অকপট স্বীকারোক্তি একদিকে যেমন একটি দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটালো, তেমনই অন্যদিকে ‘হঠাৎ বৃষ্টি’র মতো কালজয়ী সিনেমার পেছনের এক অজানা গল্পও দর্শকদের সামনে নিয়ে এলো।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0