রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

রিয়ামনিরে আবার বউ দাবি করলে আমারে জুতাপেটা কইরেন—হিরো আলম

তিনি তাঁর নারী ভক্তদের নিয়ে আসা দুধ দিয়ে গোসল করেছেন বলেও জানিয়েছেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম তাঁর স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন। আজ, শনিবার (১৮ অক্টোবর) দুপুরে, রাজধানীর আফতাবনগরে তিনি এই তালাক দেন। এই উপলক্ষে, তিনি তাঁর নারী ভক্তদের নিয়ে আসা দুধ দিয়ে গোসল করেছেন বলেও জানিয়েছেন।

হিরো আলম জানান, তাঁর উকিল ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করছেন এবং রিয়া মনি তিন মাসের মধ্যেই আইনিভাবে তালাকের কাগজ পেয়ে যাবেন।

তালাক দেওয়ার পর, তিনি এক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আর যদি কোনোদিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের, মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।”

এর আগে, হিরো আলম তাঁর ফেসবুক পেজে ঘোষণা দিয়েছিলেন, “আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য। আজ দুপুর ১টায় আফতাব নগর এম ব্লক রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।” সেই কথা মতোই, আজ দুপুরে তিনি এই কাণ্ড ঘটান।

তালাকের পরই তিনি আবার বিয়ে করবেন কি না, এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে হিরো আলম বলেন, “এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারব না।”

তিনি তাঁর আগের সম্পর্কগুলো না টেকার কারণ হিসেবে অভিযোগ করেন, “আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। ...মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।”

বাংলাফ্লো/এফআইআর 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0