রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

‘নারী ভক্তরা দুধ নিয়ে আসছে’, আজই স্ত্রীকে তালাক দিয়ে গোসল করবেন হিরো আলম

“আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য। আজ দুপুর ১টায় আফতাব নগর এম ব্লক, রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করব।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের পারিবারিক ড্রামা নতুন মাত্রা পেয়েছে। স্ত্রী রিয়া মনিকে তালাক দেওয়ার ঘোষণার একদিন পরই, তিনি জানালেন, আজ (শনিবার) দুপুরেই তিনি এই তালাক কার্যকরের পর ‘দুধ দিয়ে গোসল’ করবেন এবং এই আয়োজনে তাঁর নারী ভক্তরাও শামিল হচ্ছেন।

শনিবার (১৮ অক্টোবর) সকালে, হিরো আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক নতুন পোস্টে লেখেন: “আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য। আজ দুপুর ১টায় আফতাব নগর এম ব্লক, রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করব।”

এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) হিরো আলম প্রথম ঘোষণা দেন যে, তিনি রিয়া মনিকে তালাক দেবেন। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, তাঁর আগের স্ত্রীরা “তাকে বিক্রি করে স্টার হতে চেয়েছিল” এবং “তাদের অন্তরে স্টার হওয়ার নেশা ছিল।”

তবে, হিরো আলমের এই ঘোষণার ঠিক একদিন আগেই, তাঁর স্ত্রী রিয়া মনি ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি পাল্টা অভিযোগ করেন, হিরো আলম তাঁর সঙ্গে সংসার করা অবস্থাতেই মিথিলা নামে আরেক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন এবং সেই নারীই পরে হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

রিয়া আরও দাবি করেন, তিনি আগেই হিরো আলমকে তালাকনামা পাঠিয়েছিলেন, যা পেয়ে হিরো আলম আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।

সব মিলিয়ে, হিরো আলমের নতুন সিনেমার খবরের আগেই, তাঁর ব্যক্তিগত জীবনের এই নাটকীয় টানাপোড়েন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বাংলাফ্লো/এফআইআর 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0