রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বিয়ে করার বয়স নেই, সন্তানদের মা খুঁজছি—হিরো আলম

হিরো আলম তাঁর সঙ্গে সংসার করা অবস্থাতেই মিথিলা নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়ান। রিয়া আরও জানান, সেই নারীও পরবর্তীকালে হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘এখন আর বিয়ে করার বয়স নেই, আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি’— আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের এমন এক মন্তব্যের পরই, তাঁর বিরুদ্ধে পরকীয়া এবং প্রতারণার গুরুতর অভিযোগ তুলেছেন তাঁরই স্ত্রী রিয়া মনি। একদিকে হিরো আলম যখন তাঁর আগের স্ত্রীদের ‘স্টার হওয়ার নেশায়’ তাঁকে ব্যবহার করার অভিযোগ তুলছেন, ঠিক তখনই তাঁর বর্তমান স্ত্রী ফেসবুক লাইভে এসে হিরো আলমের ‘মন্দ চরিত্র’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, তিনি আর বিয়ে করতে চান না, তবে তাঁর সন্তানদের মানুষ করার জন্য একজন ‘মা’ প্রয়োজন। তিনি বলেন, “আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। ...তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।”

হিরো আলমের এই সাক্ষাৎকারের রেশ কাটতে না কাটতেই, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাঁর স্ত্রী রিয়া মনি ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন, হিরো আলম তাঁর সঙ্গে সংসার করা অবস্থাতেই মিথিলা নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়ান। রিয়া আরও জানান, সেই নারীও পরবর্তীকালে হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

রিয়া মনি দাবি করেন, এসব দ্বন্দ্বের জেরেই তিনি হিরো আলমকে তালাকনামা পাঠিয়েছিলেন। সেই তালাকের কাগজ হাতে পেয়ে, হিরো আলম আত্মহত্যার চেষ্টাও করেন। রিয়ার ভাষায়, তিনি তখন “বাধ্য হয়ে হিরো আলমের সংসারেই থেকে যান”, কিন্তু হিরো আলম তাঁর ‘মন্দ চরিত্র’ বদলাননি।

এইসব বিতর্কের মধ্যেই, হিরো আলম জানিয়েছেন, তিনি এখন নতুন কাজেই ব্যস্ত হতে চান। তিনি বলেন, “নতুন কাজ তো করতে পারছি না। একটা না একটা সমস্যা তৈরি হচ্ছে আমার জীবনে।” তবে তিনি জানান, তাঁর নতুন সিনেমার গানের কাজ শেষ হয়েছে, যা শীঘ্রই মুক্তি পাবে।

বাংলাফ্লো/এফআইআর 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0