রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

‘রুপালি গিটার’ ফেলে চলে যাওয়ার ৭ বছর, স্মরণে আইয়ুব বাচ্চু

২০১৮ সালের ১৮ অক্টোবর ভোরবেলা, ‘আইয়ুব বাচ্চু আর নেই’— এই খবরটি যেন কেউই বিশ্বাস করতে পারছিলেন না। অফিস, ক্যাম্পাস, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক মাধ্যম— সবখানেই নেমে এসেছিল শোকের ছায়া। হাসপাতাল থেকে চট্টগ্রাম পর্যন্ত, প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে ছুটে গিয়েছিল হাজারো ভক্ত।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘রুপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে, বহুদূরে’— যে গানের কথায় মিশে ছিল বিদায়ের সুর, সেই সুরকে সত্যি করে ২০১৮ সালের আজকের এই দিনে (১৮ অক্টোবর) কোটি ভক্তকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি, গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু। আজ তাঁর সপ্তম প্রয়াণ দিবস। মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও, তাঁর সৃষ্টি আজও তাঁকে অমর করে রেখেছে।

১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করা আইয়ুব বাচ্চুর সংগীতের প্রতি টান ছিল কৈশোর থেকেই।

বাচ্চু চট্টগ্রামে ১৯৭৬ সালে কলেজ জীবনে \আগলি বয়েজ\ নামক ব্যান্ড গঠনের মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা করেছিল। ১৯৭৭ সালে তিনি \ফিলিংস\ (বর্তমানে \নগর বাউল\ নামে পরিচিত) এ যোগদান করেন এবং ব্যান্ডটির সাথে ১৯৮০ সাল পর্যন্ত কাজ করেছিলেন। একই বছরে তিনি জনপ্রিয় রক ব্যান্ড সোলস-এর প্রধান গীটারবাদক হিসেবে যোগদান করেন। সোলসের সঙ্গে তিনি ১৯৯০ সাল পর্যন্ত, সুপার সোলস (১৯৮২), কলেজের করিডোরে (১৯৮৫), মানুষ মাটির কাছাকাছি (১৯৮৭) এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট (১৯৮৮) চারটি অ্যালবামে কাজ করেছিল। ১৯৯১ সালের ৫ এপ্রিল তিনি তার নিজের ব্যান্ড লিটল রিভার ব্যান্ড গঠন করে, যা পরবর্তীকালে লাভ রান্স ব্লাইন্ড নামে বা সংক্ষেপে এল আর বি নামে জনপ্রিয়তা লাভ করে। যা পরবর্তীতে বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।

২০১৮ সালের ১৮ অক্টোবর ভোরবেলা, ‘আইয়ুব বাচ্চু আর নেই’— এই খবরটি যেন কেউই বিশ্বাস করতে পারছিলেন না। অফিস, ক্যাম্পাস, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক মাধ্যম— সবখানেই নেমে এসেছিল শোকের ছায়া। হাসপাতাল থেকে চট্টগ্রাম পর্যন্ত, প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে ছুটে গিয়েছিল হাজারো ভক্ত।

মাত্র ৫৬ বছরের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন, তা বাংলা গানের ভাণ্ডারকে চিরকাল সমৃদ্ধ করে যাবে। তাঁর একক অ্যালবাম ‘রক্তগোলাপ’, ‘ময়না’-এর পাশাপাশি, ‘এলআরবি’র ‘সুখ’, ‘ঘুমন্ত শহরে’-এর মতো অ্যালবামগুলোও তুমুল জনপ্রিয়তা পায়। তিনি রেখে গেছেন ‘সেই তুমি’, ‘এক আকাশে তারা’, ‘ঘুমন্ত শহরে’, ‘চলো বদলে যাই’, ‘ফেরারি মন’, ‘হাসতে দেখো’, ‘কষ্ট পেতে ভালোবাসি’ এবং অবশ্যই ‘রুপালি গিটার’-এর মতো অসংখ্য কালজয়ী গান।

আজ, তাঁর প্রয়াণের সাত বছর পরও, ভক্তরা তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন। পারিবারিকভাবে দিনটি পালন করা হচ্ছে এবং সামাজিক মাধ্যমে ভক্তরা তাঁদের ‘গুরু’কে স্মরণ করে লিখছেন নানা আবেগঘন বার্তা। আইয়ুব বাচ্চু নেই, কিন্তু তাঁর গিটারের ঝংকার আর কণ্ঠের মায়া আজও অমলিন।

বাংলাফ্লো/এফআইআর 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0