এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডের তিন খান— শাহরুখ, সালমান ও আমিরকে এক ফ্রেমে দেখাই যেখানে ভক্তদের কাছে স্বপ্নের মতো, সেখানে যদি যুক্ত হন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট, তবে কেমন হয়? সম্প্রতি ঠিক এমনটাই ঘটেছে। সৌদি আরবে আয়োজিত এক অনুষ্ঠানে, জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টারবিস্টের সঙ্গে ছবি তুলেছেন এই তিন বলিউড সুপারস্টার। সেই ছবি মিস্টারবিস্ট তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে গেছে এবং বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তীব্র জল্পনা।
মিস্টারবিস্ট তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “হেই ইন্ডিয়া, আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?”
ছবিতে শাহরুখ ও সালমানকে স্যুট পরা অবস্থায় এবং আমির খানকে ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে দেখা গেছে। এই এক প্রশ্নেই ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে।
যদিও এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়, তবে ভক্তরা ইতোমধ্যেই ধরে নিয়েছেন, মিস্টারবিস্ট হয়তো তাঁর কোনো ব্যতিক্রমধর্মী ভিডিওর জন্য বলিউডের এই তিন মহাতারকাকে একত্রিত করতে চলেছেন।
একজন ভক্ত মন্তব্য করেছেন, “বিস্টস উইথ বিস্ট (Beasts with Beast)।”
আরেকজন লিখেছেন, “এটা যদি সত্যি হয়, তাহলে এন্টারটেইনমেন্ট জগতে ইতিহাস হবে।”
উল্লেখ্য, মিস্টারবিস্ট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার, যিনি তাঁর ব্যয়বহুল এবং চ্যালেঞ্জভিত্তিক ভিডিওর জন্য পরিচিত। তিনি প্রায়শই বিখ্যাত তারকা বা সাধারণ মানুষদের নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের আয়োজন করেন, যেখানে পুরস্কার হিসেবে থাকে বিশাল অঙ্কের অর্থ। তাঁর ভিডিওতে শুধু বিনোদনই নয়, মানবিকতা এবং সৃজনশীলতার এক দারুণ মিশ্রণ দেখা যায়।
বাংলাফ্লো/এফআইআর
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0