রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

শুভ জন্মদিন সুরসম্রাজ্ঞী সাবিনা ইয়াসমিন

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন সংগীতের এক অগ্রভাগের যোদ্ধা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তাঁর দেশাত্মবোধক গানগুলো মুক্তিকামী মানুষ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের জুগিয়েছে অসীম সাহস ও অনুপ্রেরণা।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: আজ ৪ সেপ্টেম্বর, বাংলা গানের জীবন্ত কিংবদন্তি, সুরসম্রাজ্ঞী সাবিনা ইয়াসমিনের জন্মদিন। ১৯৫৪ সালের এই দিনে তিনি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। সুরেলা কণ্ঠ দিয়ে তিনি প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে রেখেছেন। “সুখে থেকো ও আমার নন্দিনী”, “যদি মন কাঁদে তুমি চলে এসো”, “এমনও প্রেম হয়”— তাঁর গাওয়া এমন অসংখ্য কালজয়ী গান আজও বাঙালির হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে। বিশেষ এই দিনে ভক্ত এবং সহকর্মীদের অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

সাবিনা ইয়াসমিনের অবদান শুধু গানের জগতেই সীমাবদ্ধ নয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন সংগীতের এক অগ্রভাগের যোদ্ধা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তাঁর দেশাত্মবোধক গানগুলো মুক্তিকামী মানুষ এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের জুগিয়েছে অসীম সাহস ও অনুপ্রেরণা।

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে তাঁর যাত্রা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যা এক বিরল কীর্তি। এ ছাড়াও তিনি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং স্বাধীনতা পদকেও ভূষিত হয়েছেন।

ভক্তদের ভালোবাসা: জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ভেসে যাচ্ছে ভক্তদের শুভেচ্ছাবার্তায়।

একজন লিখেছেন, “বাংলা গানের ইতিহাস আপনার নাম ছাড়া অসম্পূর্ণ।”

আরেকজন মন্তব্য করেছেন, “আপনি শুধু শিল্পী নন, আমাদের আবেগ, আমাদের গর্ব।”

জন্মদিনে ভক্তদের একটাই প্রার্থনা— কিংবদন্তি এই শিল্পী দীর্ঘদিন সুস্থ থাকুন এবং তাঁর জাদুকরী কণ্ঠে আরও নতুন নতুন গান উপহার দিন।


বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0