এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘মন কান্দে’, ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’— গত কয়েক বছরে একের পর এক হিট গান দিয়ে যিনি ইউটিউব এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তুলেছেন, তিনি কুমিল্লার ছেলে সৈয়দ অমি। এবার তিনি ফিরিয়ে আনছেন ২৩ বছর আগের এক আইকনিক গান। ২০০২ সালের সুপারহিট ‘প্রেমের জ্বালা’ সিনেমার জনপ্রিয় গান ‘আসসালামু আলাইকুম বিয়াইন সাব’-কে তিনি নতুন রূপে উপস্থাপন করতে চলেছেন, যার মিউজিক ভিডিওতে তাঁর সঙ্গে থাকছেন তাঁরই স্ত্রী, চিত্রনায়িকা আঁচল আঁখি।
নতুন এই গানটির শিরোনাম রাখা হয়েছে ‘আসসালামু আলাইকুম বিয়াইন সাব ২.০’। অমি জানান, বিয়েতে এখন বিদেশি গানের আধিপত্য কমাতে, তিনি একটি নিখাদ দেশীয় বিয়ের গান তৈরি করতে চেয়েছিলেন।
পুরনো গানটির শুধু প্রথম দুটি লাইন ব্রিজ হিসেবে ব্যবহার করে, বাকি অংশটুকু সম্পূর্ণ নতুন কথা ও সুরে সাজানো হয়েছে। নতুন গানটিতে অমির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কনা। এর কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং সুর করেছেন সৈয়দ অমি নিজেই।
সৈয়দ অমি শুধু একজন গায়কই নন, তিনি একাধারে সুরকার, গীতিকার এবং তাঁর নিজের গানের ভিডিওর পরিচালক ও মডেল। কেন তিনি এত দায়িত্ব একাই সামলান? অমি বলেন, “যখন কোনো গান মাথায় আসে, চোখ বন্ধ করলেই ভিজ্যুয়াল সামনে ভেসে ওঠে। ...অন্য কাউকে দায়িত্ব দিলে মনে হয়, আমার কল্পনা ফুটে উঠবে না।”
সম্প্রতি সৈয়দ অমি পশ্চিমবঙ্গের সিনেমাতেও প্লেব্যাক শিল্পী হিসেবে অভিষেক করেছেন। যশ ও নুসরাত জাহান অভিনীত ‘আড়ি’ সিনেমায় তাঁর গাওয়া ‘মরুভূমি’ গানটি প্রশংসিত হয়েছে।
সব মিলিয়ে, ইউটিউবের ভিউয়ের রাজা থেকে শুরু করে টালিউডের প্লেব্যাক— সৈয়দ অমি এখন সংগীত জগতের এক নির্ভরযোগ্য এবং সফল নাম। তাঁর নতুন ‘বিয়াইন সাব’ গানটি চলতি মাসেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0