সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

বিজয়-রাশমিকার গোপন বাগদান!

চলতি বছরের জুন মাসে, রাশমিকা কাঁচা হলুদ এবং গোলাপি রঙের একটি শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন। তখন অনেকেই তাঁর বিয়ের জল্পনা শুরু করেন। কিন্তু পরে নেটিজেনরা আবিষ্কার করেন, ছবির পেছনের অংশটি আসলে বিজয় দেবেরাকোন্ডার হায়দ্রাবাদের বাড়ির।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানার প্রেম নিয়ে গুঞ্জন বহুদিনের। একসঙ্গে ছুটি কাটানো থেকে শুরু করে নানা অনুষ্ঠানে তাঁদের রসায়ন বারবারই আলোচনার জন্ম দিয়েছে। এবার সেই গুঞ্জনই যেন সত্যি হওয়ার পথে। সম্প্রতি রাশমিকার দুটি ভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, ভক্তরা প্রায় নিশ্চিত যে, এই তারকা জুটি গোপনে তাঁদের বাগদান সেরে ফেলেছেন।

সম্প্রতি রাশমিকা মান্দানার একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাঁর পরনে সাদা শার্ট ও নীল ডেনিম। কিন্তু ভক্তদের চোখ আটকে গেছে তাঁর অনামিকায় থাকা এক বিশাল হিরের আংটিতে। এরপর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি এটিই তাঁদের বাগদানের আংটি?

এর আগে, চলতি বছরের জুন মাসে, রাশমিকা কাঁচা হলুদ এবং গোলাপি রঙের একটি শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন। তখন অনেকেই তাঁর বিয়ের জল্পনা শুরু করেন। কিন্তু পরে নেটিজেনরা আবিষ্কার করেন, ছবির পেছনের অংশটি আসলে বিজয় দেবেরাকোন্ডার হায়দ্রাবাদের বাড়ির। বিজয় প্রায়শই একই জায়গা থেকে ছবি পোস্ট করায়, ভক্তদের কাছে জায়গাটি অত্যন্ত পরিচিত।

যদিও বিজয় বা রাশমিকা কেউই এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি, তবে অতীতে বিজয় স্বীকার করেছিলেন যে, তিনি একটি সম্পর্কে রয়েছেন। অন্যদিকে, রাশমিকাও বিজয়ের প্রসঙ্গ উঠলেই লাজুক হাসিতে প্রতিক্রিয়া জানান।

সব মিলিয়ে, বিজয়ের বাড়িতে রাশমিকার ছবি এবং তাঁর আঙুলে হিরের আংটি— এই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ভক্তরা এখন তাঁদের বিয়ের সানাই বাজার অপেক্ষায়।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0