সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

সালমান একজন গুন্ডা, ওর পরিবার প্রতিহিংসাপরায়ণ—অভিনব কাশ্যপ

‘দাবাং’ করার আগে বুঝিনি যে সালমান খান এতটা নোংরা মানুষ।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘দাবাং’ সিনেমার মাধ্যমে যিনি সালমান খানের ক্যারিয়ারকে এক নতুন উচ্চতা দিয়েছিলেন, সেই পরিচালক অভিনব কাশ্যপ এবার সুপারস্টার সালমান এবং তাঁর পরিবারের বিরুদ্ধে এক বিস্ফোরক সাক্ষাৎকারে মুখ খুলেছেন। তিনি অভিযোগ করেছেন, সালমান খান অভিনয়ে একেবারেই মনোযোগী নন, তাঁর ব্যবহার ‘গুন্ডা-মস্তানদের মতো’ এবং তাঁর পুরো পরিবার অত্যন্ত ‘প্রতিহিংসাপরায়ণ’।

এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ বলেন, “দাবাং সিনেমার সময় থেকেই সালমান আমার সঙ্গে দুর্ব্যবহার করতেন। অভিনয়ে তাঁর কোনো মন ছিল না।” তিনি আরও যোগ করেন, ভাইজানের মধ্যে সবসময়ই এক ধরনের তারকাসুলভ হাবভাব ছিল এবং তাঁর ব্যবহার ছিল একেবারে ‘গুন্ডা-মস্তান’দের মতো।

শুধু সালমানই নন, তাঁর পুরো পরিবারকেও একহাত নিয়েছেন অভিনব। তিনি বলেন, “ওদের পুরো পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি তাদের কথা না শুনলে তারা টিকতে দেবেন না।” তাঁর দাবি, খান পরিবার বাড়িতে বসেই পুরো বলিউড ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

সবশেষে তিনি এক বিস্ফোরক মন্তব্যে বলেন, “‘দাবাং’ করার আগে বুঝিনি যে সালমান খান এতটা নোংরা মানুষ।”

উল্লেখ্য, এর আগেও, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, অভিনব কাশ্যপ সালমান খান এবং তাঁর ভাইদের বিরুদ্ধে স্বজনপোষণ এবং তাঁর ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। তাঁর এই নতুন সাক্ষাৎকারটি সেই পুরনো বিতর্ককেই আবারও উস্কে দিল।

এই গুরুতর অভিযোগ নিয়ে সালমান খান বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0