মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

মঞ্জু ওয়ারিয়ারের দায়ের করা মামলায় আটক পরিচালক সানাল

২০২২ সালেও সানাল কুমারকে একই অভিনেত্রী মঞ্জু ওয়ারিয়ারকে অনলাইনে অনুসরণ এবং হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও পরে তিনি সেই মামলায় জামিন পেয়ে যান।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মঞ্জু ওয়ারিয়ারকে সামাজিক মাধ্যমে হেনস্তা করার অভিযোগে, ভারতের কেরালা রাজ্য পুলিশের জারি করা ‘লুক আউট’ নোটিশের ভিত্তিতে মালায়ালাম চলচ্চিত্র নির্মাতা সানাল কুমার শশীধরনকে মুম্বাই বিমানবন্দরে আটক করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরার পরই তাঁকে আটক করা হয়।

চলতি বছরের জানুয়ারিতে, কোচির এর্নাকুলাম জেলার এলামাক্কারা পুলিশ স্টেশনে সানাল কুমারের বিরুদ্ধে অভিনেত্রী মঞ্জু ওয়ারিয়ার সামাজিক মাধ্যমে তাঁকে হয়রানি করার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সেই সময় সানাল মার্কিন যুক্তরাষ্ট্রে থাকায়, পুলিশ তাঁর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করে, যাতে তিনি দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করা যায়।

রবিবার তিনি মুম্বাই বিমানবন্দরে নামার পরই, বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে আটক করে এবং কোচি পুলিশকে খবর দেয়।

আটক হওয়ার পরই, সানাল কুমার শশীধরন তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানান। তিনি লেখেন, “পুলিশের জারি করা নির্দেশনায় আটক করা হয়েছে আমাকে। ...আমার বিরুদ্ধে মামলা সম্পর্কে আমি অবগত নই।”

তিনি আরও অভিযোগ করেন, বিমানবন্দরে তাঁকে কোনো খাবার বা পানি দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালেও সানাল কুমারকে একই অভিনেত্রী মঞ্জু ওয়ারিয়ারকে অনলাইনে অনুসরণ এবং হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও পরে তিনি সেই মামলায় জামিন পেয়ে যান।

কোচি শহর থেকে পুলিশের একটি দল মুম্বাই পৌঁছেছে এবং তাঁকে হেফাজতে নিয়ে কেরালায় নিয়ে যাবে বলে জানা গেছে। একজন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালকের বিরুদ্ধে মঞ্জু ওয়ারিয়ারের মতো একজন শীর্ষস্থানীয় অভিনেত্রীর আনা এমন গুরুতর অভিযোগ ওঠায়, মালায়ালাম চলচ্চিত্র জগতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0