বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বাবার মৃত্যুর পর কনসার্ট নিয়ে সমালোচনার কড়া জবাব আতিফের

আমার শিল্পকে পছন্দ করুন, আমার গানকে ঘৃণা করুন; কিন্তু আমি নিজেকে ব্যাখ্যা করব— এমনটি আশা করবেন না।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সম্প্রতি বাবা হারিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। কিন্তু সেই শোক কাটিয়ে ওঠার আগেই, একটি কনসার্টে অংশ নেওয়ায় তাঁকে পড়তে হয়েছে তীব্র সমালোচনার মুখে। সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। অবশেষে, এই বিষয়ে নীরবতা ভেঙে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন জনপ্রিয় এই গায়ক।

কানাডায় দেওয়া এক সাক্ষাৎকারে আতিফ আসলাম বলেন, “যখন মানুষ আমার সম্পর্কে কথা বলে, তখন আমি একজন বিদ্রোহী হয়ে উঠি। সম্প্রতি আমার বাবার মৃত্যুর পর পারফর্ম করার জন্য তারা আমার সমালোচনা করে বলছিল—ওহ! তার সঙ্গে এটা ঘটেছে, তার সঙ্গে ওটা হয়েছে; তবু সে পরের দিন পারফর্ম করছে।”

তিনি আরও যোগ করেন, “আমার কনসার্টে যাওয়া উচিত কিনা, সেটি কাউকে বলা বা ব্যাখ্যা করা আমার কাজ নয়।”

সবশেষে, তিনি সমালোচকদের উদ্দেশে এক বলিষ্ঠ বার্তায় বলেন, “আমি পুরো পৃথিবীর সঙ্গে সম্পর্কিত হতে পারি না। আমার শিল্পকে পছন্দ করুন, আমার গানকে ঘৃণা করুন; কিন্তু আমি নিজেকে ব্যাখ্যা করব— এমনটি আশা করবেন না।”

আতিফ আসলামের এই স্পষ্ট এবং সাহসী জবাবে এটা পরিষ্কার যে, তিনি তাঁর ব্যক্তিগত জীবন এবং পেশাগত সিদ্ধান্তের বিষয়ে মন্তব্যকে একেবারেই পাত্তা দিতে নারাজ। তাঁর এই মন্তব্যের পর, অনেক ভক্তই তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং শিল্পীদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

‘ক্যারিয়ার গড়ার মালিক ঈশ্বর’—সালমান
৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৪৪ বিকাল
সারিকার জীবন: একাই একশো
৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৩৬ বিকাল
ব্যাংককের রাঁধুনি থেকে বলিউডের খিলাড়ি
৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:১৯ বিকাল
Leave a Comment

Comments 0