এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ব্যাংককের রাঁধুনি থেকে বলিউডের ‘খিলাড়ি’— তাঁর যাত্রাটা মোটেও সহজ ছিল না। আজ, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ৫৮ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। বিশেষ এই দিনে, তিনি এক আবেগঘন পোস্টে তাঁর ৩৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রাম, উত্থান-পতন এবং ভক্তদের নিঃশর্ত ভালোবাসার কথা স্মরণ করেছেন। তিনি তাঁর এই জন্মদিনটি সেইসব মানুষদের উৎসর্গ করেছেন, যাঁরা তাঁর ওপর ভরসা রেখেছেন।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে অক্ষয় কুমার লেখেন, “নিজেকে গড়ে তোলার ৫৮ বছর, ইন্ডাস্ট্রিতে ৩৪ বছর। দেড়শোটি সিনেমায় অভিনয়, এখনও আরও বাকি।”
তিনি আরও যোগ করেন, “আমার এই জার্নিতে যারা আমার সঙ্গে থেকেছেন, আমাকে বিশ্বাস করে আমার সিনেমার টিকিট কেটেছেন কিংবা যেসব প্রযোজক-পরিচালকরা আমার ওপর ভরসা রেখেছেন, আমাকে পথ দেখিয়েছেন, আমার এই সফরের অংশীদার তারাও।”
সবশেষে তিনি লেখেন, “যেভাবে আমাকে নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন আপনারা, যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন, আজ মন থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ছাড়া আমি শূন্য। যারা আমার ওপর ভরসা রেখেছেন, এই জন্মদিনটা তাদের জন্য উৎসর্গ করলাম।”
আজকের এই সফলতার পেছনে লুকিয়ে আছে এক কঠিন লড়াইয়ের গল্প। নব্বইয়ের দশকের শেষের দিকে, অক্ষয় কুমারের টানা ১৪টি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সেই সময়ে তিনি এতটাই হতাশ হয়েছিলেন যে, বলিউড ছেড়ে কানাডায় স্থায়ীভাবে চলে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। কিন্তু এরপরই ভাগ্য ফেরে এবং তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম নির্ভরযোগ্য তারকা।
অক্ষয়ের এই পোস্টে তাঁর ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, তাঁর সেই সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করে তাঁকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0