বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

প্রথম সিনেমাটি পরীক্ষার মতো—নিশাত সালওয়া

নতুন হিসেবে অভিনয় করেছি। চেষ্টার কোনো কমতি রাখিনি। ফলাফলের অপেক্ষায় আছি।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: পাঁচ বছর আগে শুটিং সম্পন্ন হয়েছিল, সেন্সর ছাড়পত্রও মিলেছিল ২০২১ সালে। কিন্তু নানা প্রতিবন্ধকতায় বারবার পিছিয়ে যাচ্ছিল মুক্তি। অবশেষে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রেক্ষাগৃহে আসছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর রানারআপ, নিশাত নাওয়ার সালওয়ার প্রথম অভিনীত সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। আগামী ২৬ সেপ্টেম্বর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

নিজের প্রথম সিনেমার মুক্তির খবরে স্বস্তি এবং আনন্দ প্রকাশ করেছেন নায়িকা নিশাত সালওয়া। প্রথম আলোকে তিনি বলেন, “আমার জীবনে প্রথম সিনেমাটি মুক্তির খবরটি আনন্দের। প্রথম সিনেমাটি পরীক্ষার মতো। নতুন হিসেবে অভিনয় করেছি। চেষ্টার কোনো কমতি রাখিনি। ফলাফলের অপেক্ষায় আছি।”

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমায় নিশাত সালওয়ার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ। এ ছাড়াও, বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন মৌসুমী মিথিলা, শিমুল খান, রেবেকা, আলী রাজ প্রমুখ। ছবির গল্প ও সংলাপ লিখেছেন সুদীপ্ত সাঈদ খান।

২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে আলোচনায় আসেন নিশাত সালওয়া। এরপর তিনি কিংবদন্তি অভিনেত্রী কবরী পরিচালিত শেষ চলচ্চিত্র ‘এই তুমি সেই তুমি’-তে অভিনয় করার সুযোগ পান, যদিও ছবিটি এখনও মুক্তি পায়নি।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0