বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আবারও চেহারা নিয়ে আক্রমণের শিকার নুসরাত জাহান

চোখে চশমা, অগোছালো চুল এবং পরনে সাদা টি-শার্ট। তাঁর ছেলে ঈশান তখন তাঁর মুখের ওপর দিয়ে একটি খেলনা গাড়ি চালিয়ে দিচ্ছিল। মা-ছেলের এই আদুরে মুহূর্তটি শেয়ার করেছিলেন অভিনেত্রী।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অভিনেত্রী ও সাবেক সাংসদ নুসরাত জাহান প্রায়শই তাঁর ব্যক্তিগত জীবন এবং সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকেন। এবার তিনি তাঁর ছেলে ঈশানের সঙ্গে একটি মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করে নেটিজেনদের তীব্র এবং কুরুচিপূর্ণ আক্রমণের শিকার হলেন। মেকআপ ছাড়া অবস্থায় তাঁকে দেখে, অনেকেই তাঁর চেহারা এবং কথিত সার্জারি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন।

সম্প্রতি নুসরাত জাহান তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, তিনি সদ্য ঘুম থেকে উঠেছেন। চোখে চশমা, অগোছালো চুল এবং পরনে সাদা টি-শার্ট। তাঁর ছেলে ঈশান তখন তাঁর মুখের ওপর দিয়ে একটি খেলনা গাড়ি চালিয়ে দিচ্ছিল। মা-ছেলের এই আদুরে মুহূর্তটি শেয়ার করেছিলেন অভিনেত্রী।

কিন্তু নুসরাতের এই মেকআপহীন সাধারণ রূপকে অনেকেই ভালোভাবে নেননি। ভিডিওর মন্তব্য বাক্সে সমালোচনার ঝড় ওঠে।

একজন লিখেছেন, “করণ জোহরের ফিমেল ভার্সন।”

আরেকজন মন্তব্য করেছেন, “সার্জারি করে কী বিশ্রী বানিয়েছেন চেহারাটাকে।”

অন্য একজন লিখেছেন, “রাজকুমারি কোকো ভার্সন। চেহারা কি করছে রে।”

শোনা যায়, নুসরাত জাহান তাঁর ঠোঁটে সার্জারি করিয়েছেন, যা আগের চেয়ে মোটা হয়েছে। এই কারণেই তাঁকে প্রায়শই ট্রলের শিকার হতে হয়।

ব্যক্তিগত জীবন নিয়ে এত বিতর্কের মাঝেও, নুসরাত তাঁর কাজ নিয়ে ব্যস্ত। আসছে দুর্গাপূজায় মুক্তি পেতে চলা ‘রক্তবীজ ২’ সিনেমার আইটেম গানে দেখা যাবে তাঁকে। ইতোমধ্যেই সেই গান, ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করা যাবে না’, ভাইরাল হয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0