বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

‘ক্যারিয়ার গড়ার মালিক ঈশ্বর’—সালমান

“আজকাল তো আমাকেও অনেকে বলে, শেষ হয়ে যাবে ক্যারিয়ার। নিজের ক্যারিয়ার নিয়েও কখনও কখনও আমি আত্মতুষ্টিতে ভুগি, কিন্তু তারপর আমি সবকিছু আমার নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর পরিশ্রম করি।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডে তিনি যেমন অনেকের ‘গডফাদার’, তেমনই তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেকের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার। বিবেক ওবেরয় থেকে শুরু করে অরিজিৎ সিং— তালিকাটা বেশ লম্বা। সম্প্রতি ‘দাবাং’ সিনেমার পরিচালক অভিনব কাশ্যপও নতুন করে অভিযোগ করেন, সালমান এবং তাঁর পরিবার অত্যন্ত ‘প্রতিহিংসাপরায়ণ’ এবং তাঁর ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। এই তুমুল বিতর্কের মাঝেই, এবার ‘বিগ বস ১৯’-এর মঞ্চে এসে নিজের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ নিয়ে মুখ খুললেন বলিউড সুপারস্টার সালমান খান।

রবিবার (৭ সেপ্টেম্বর) ‘বিগ বস’-এর মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন শেহনাজ গিল। তিনি সালমানকে বলেন, “স্যার, আপনি এত লোকের ক্যারিয়ার তৈরি করেছেন।”

এর উত্তরেই সালমান খান বলেন, “আমি কখন কার ক্যারিয়ার তৈরি করেছি? যিনি ক্যারিয়ার তৈরি করেন তিনি ঈশ্বর।”

এরপরই তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে বলেন, “লোকেরা আমাকে ঠাট্টা করে বলে, আমি অনেকের ক্যারিয়ার নষ্ট করেছি। কিন্তু সত্যি কথা বলতে, এটাও আমার হাতে নেই। বলো তো, আমি কার ক্যারিয়ার ধ্বংস করেছি?”

তিনি আরও যোগ করেন, “আজকাল তো আমাকেও অনেকে বলে, শেষ হয়ে যাবে ক্যারিয়ার। নিজের ক্যারিয়ার নিয়েও কখনও কখনও আমি আত্মতুষ্টিতে ভুগি, কিন্তু তারপর আমি সবকিছু আমার নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর পরিশ্রম করি।”

সম্প্রতি ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপ অভিযোগ করে বলেন, “সালমান খান বলিউডের তারকা ব্যবস্থার জনক। ...তারা প্রতিহিংসাপরায়ণ মানুষ। আপনি যদি তাদের সাথে একমত না হন তবে তারা আপনার পেছনে পড়ে যাবে।”

যদিও সালমান কারও নাম উল্লেখ করেননি, তবে তাঁর এই মন্তব্যকে অভিনব কাশ্যপের অভিযোগের পরোক্ষ জবাব হিসেবেই দেখছেন নেটিজেনরা।

এদিকে, শেহনাজ গিলের ভাই শাহবাজ বাদেশা ‘বিগ বস ১৯’-এর প্রথম ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0