এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। প্রায়শই তিনি নিজের নানা ধরনের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন। সম্প্রতি, খয়েরি রঙের শাড়িতে তোলা তাঁর একগুচ্ছ ছবি নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ছবির সঙ্গে দেওয়া তাঁর ক্যাপশনটিও ছিল বেশ আকর্ষণীয়।
শেয়ার করা ছবিগুলোতে পারসা ইভানাকে একটি খয়েরি রঙের শাড়িতে দেখা যায়। খোলা চুলে, মিষ্টি হাসিতে, সোফায় বসে পোজ দিয়েছেন তিনি। তাঁর চোখের চাহনি নেটিজেনদের বিশেষভাবে নজর কেড়েছে।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “তারা বলে লাল গালিচায় লাল পোশাক পরা ঝুঁকিপূর্ণ কিন্তু ঝুঁকি সবসময়ই আমার প্রিয় অনুষঙ্গ।”
তাঁর এই পোস্টে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, “শাড়িতেই আপনাকে ভালো মানিয়েছে।” আরেকজন লিখেছেন, “প্রিয় অভিনেত্রী, সুন্দর লাগছে বেশ মানিয়েছে।”
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে পারসা ইভানা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও, তাঁর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল একজন নৃত্যশিল্পী হিসেবে। অনেকেই জানেন না যে, তিনি ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ছিলেন। নৃত্যের পাশাপাশি, ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’-এর মতো নাটকে অভিনয় করেও তিনি নিজের এক শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0