মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো—আহমেদ শরীফ

আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ঢাকাই সিনেমার কিংবদন্তি খল অভিনেতা আহমেদ শরীফ। কয়েক দশক ধরে তিনি তাঁর দাপুটে অভিনয়ে দর্শকদের যেমন ভয় পাইয়েছেন, তেমনই মুগ্ধও করেছেন। বার্ধক্যের কারণে এখন আর অভিনয়ে নিয়মিত নন, বাস করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি দেশে ফিরে, তিনি চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা এবং শিল্পীদের করুণ পরিণতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আজ যদি তিনি বাংলাদেশে থাকতেন, তাহলে হয়তো তাঁকে ভিক্ষা করে খেতে হতো।

গত রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে প্রয়াত চলচ্চিত্রশিল্পীদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে উপস্থিত হন আহমেদ শরীফ। সেখানে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, “এখন শিল্পীদের অনেকেই ঠিকমতো দুই বেলা খেতে পারে না। চলচ্চিত্রে কজন মানুষ আছে যে, নিশ্চিত করে বলবে— তার দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই।”

এরপরই তিনি এক বিস্ফোরক মন্তব্যে বলেন, “যদি মিথ্যা না বলি তাহলে নেই। আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, নিশ্চিত করে বলতে পারি আমাকে হাত পেতে লোকেদের কাছে ভিক্ষা করে খেতে হতো। বলতাম ভাই, আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও।”

আহমেদ শরীফ বলেন, “আজকে আমি দেখছি অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছেন। শুধু ফিল্ম নয়, টিভিরও অনেক শিল্পী চলে যাচ্ছেন। কারণ দেশে আনন্দ বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই।”

আগামীতে যদি দেশে আসেন, তবে তিনি সরকারের কাছে শিল্পীদের জন্য একটি নিশ্চিত জীবন ব্যবস্থা বা ভাতার দাবি জানাবেন বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, আহমেদ শরীফ সম্প্রতি কুষ্টিয়ায় তাঁর নিজ অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করেছেন। 

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0