সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

হৃতিকের প্রেমিকা হওয়ায় কাজ হারাচ্ছেন সাবা আজাদ!

যেহেতু তিনি এখন একজন নামী তারকার প্রেমিকা, তাই তাঁর আর কাজ করার কোনো প্রয়োজন নেই! এই কথা শুনেই গর্জে ওঠেন সাবা এবং সমাজের এই পুরুষতান্ত্রিক মানসিকতার তীব্র সমালোচনা করেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সুপারস্টার হৃতিক রোশানের প্রেমিকা হওয়ার পর থেকেই প্রচারের আলোয় এসেছেন তিনি। কিন্তু এই পরিচিতিই যেন তাঁর ক্যারিয়ারে কাল হয়ে দাঁড়িয়েছে! সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়িকা ও অভিনেত্রী সাবা আজাদ জানিয়েছেন, হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই তিনি কাজ হারাচ্ছেন এবং ইন্ডাস্ট্রির পুরুষতান্ত্রিক মানসিকতার শিকার হচ্ছেন।

সাবা আজাদ বলেন, “গত এক দশক ধরে যে কাজ করে নিজের বাড়ি ভাড়া দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি, এখন সেই কাজ পেতেই কষ্ট পেতে হচ্ছে।”

তিনি তীব্র ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলেন, “কোনও খ্যাতনামী মানুষের অথবা সফল ব্যক্তির প্রেমিকা মানেই তার নিজস্ব উপার্জনের প্রয়োজন নেই, এমন মানসিকতা থেকে ঠিক কবে নিষ্কৃতি পাব আমরা?”

সাবা আরও এক চাঞ্চল্যকর ঘটনার কথা উল্লেখ করে বলেন, একজন পরিচালক তাঁকে সরাসরি বলেছেন, যেহেতু তিনি এখন একজন নামী তারকার প্রেমিকা, তাই তাঁর আর কাজ করার কোনো প্রয়োজন নেই! এই কথা শুনেই গর্জে ওঠেন সাবা এবং সমাজের এই পুরুষতান্ত্রিক মানসিকতার তীব্র সমালোচনা করেন।

হৃতিকের সঙ্গে সম্পর্কে আসার অনেক আগে থেকেই, সাবা আজাদ প্রায় এক দশক ধরে একজন সফল কণ্ঠশিল্পী এবং ভয়েস-ওভার আর্টিস্ট হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তিনি কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব সফদর হাশমির ভাইঝি এবং ছোটবেলা থেকেই মঞ্চে অভিনয় করেছেন।

কিন্তু শুধুমাত্র হৃতিকের প্রেমিকা হওয়ার কারণে তাঁর নিজস্ব পরিচয় এবং পেশাগত দক্ষতাকে যেভাবে উপেক্ষা করা হচ্ছে, তাতেই ক্ষুব্ধ এবং হতাশ সাবা আজাদ। তাঁর এই সাহসী বক্তব্য বলিউডের ভেতরের লিঙ্গবৈষম্য এবং পুরুষতান্ত্রিকতার এক নগ্ন রূপকেই আবার সামনে নিয়ে এলো।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0