সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

ক্যানসারের কথা শুনে ২-৩ ঘণ্টা কেঁদেছিলাম—সঞ্জয় দত্ত

আমার খালি বাচ্চাদের মুখ মনে পড়েছে। কখনও আবার আমার জীবন, আমার স্ত্রী, সবকিছু মনে পড়ছিল।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবন যেন এক সিনেমার চিত্রনাট্য। তাঁর বায়োপিক ‘সঞ্জু’-তে জীবনের নানা উত্থান-পতনের কথা তুলে ধরা হলেও, তাঁর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অধ্যায়টি ছিল সংক্ষিপ্ত। সম্প্রতি ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে এক পডকাস্টে, ‘খলনায়ক’ খ্যাত এই অভিনেতা তাঁর সেই কঠিন সময়ের কথাই বিস্তারিতভাবে শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ক্যানসারের কথা প্রথম শোনার পর তিনি টানা দু-তিন ঘণ্টা ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন।

সঞ্জয় দত্ত বলেন, লকডাউনের সময় তিনি সিঁড়ি দিয়ে ওঠার সময় শ্বাসকষ্ট অনুভব করতেন। প্রথমে তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করালে দেখা যায়, তাঁর ফুসফুসের অর্ধেকেরও বেশি অংশে পানি জমে আছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে সকলেরই মনে হয়েছিল টিবি হয়েছে। তবে পরবর্তীকালে জানা যায় আসল বিষয়টা।”

ক্যানসারের খবরটি তাঁকে প্রথম দেন তাঁর বোন। সেই মুহূর্তের কথা স্মরণ করে সঞ্জয় বলেন, “আমার বোন এসে বলল, ‘ক্যানসার হয়েছে তো কী হয়েছে? সব ঠিক হয়ে যাবে।’ আমি ওর মুখে কথাটা শুনে টানা দু’-তিন ঘণ্টা টানা কান্নাকাটি করেছি। কারণ, আমার খালি বাচ্চাদের মুখ মনে পড়েছে। কখনও আবার আমার জীবন, আমার স্ত্রী, সবকিছু মনে পড়ছিল।”

প্রথমে আমেরিকায় চিকিৎসার কথা ভাবলেও, ভিসা না পাওয়ায় ভারতেই চিকিৎসা শুরু করেন সঞ্জয়। তিনি এই রোগের বিরুদ্ধে লড়াইকে এক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। চিকিৎসার পাশাপাশি তিনি জিমে গিয়ে শরীরচর্চা করে নিজেকে ফিট করে তোলেন।

অবশেষে, ২০২০ সালের অক্টোবরে, সঞ্জয় দত্ত ঘোষণা করেন যে তিনি ক্যানসারমুক্ত। জীবনের নানা ঝড়ের মতো, ক্যানসারের বিরুদ্ধেও তাঁর এই জয় অগণিত ভক্তের কাছে এক বিরাট অনুপ্রেরণা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0