এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: গণেশ চতুর্থীর উৎসব শেষে প্রতি বছরের মতোই মুম্বাইয়ের জুহু সমুদ্র সৈকত আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল। সেই সৈকত পরিষ্কারের অভিযানে অংশ নিয়েছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। কিন্তু সমাজের জন্য ভালো কাজ করতে গিয়েও, প্রশংসার বদলে তাঁকে পড়তে হলো তীব্র সমালোচনা এবং কটাক্ষের মুখে। নেটিজেনদের একাংশ তাঁর এই উদ্যোগকে ‘লোকদেখানো নাটক’ এবং আসন্ন সিনেমার প্রচার কৌশল বলে অভিহিত করেছেন।
সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জুহু সৈকত পরিষ্কারের আয়োজন করা হয়, যেখানে অক্ষয় কুমারের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফড়নবিশও অংশ নেন।
এই বিষয়ে অক্ষয় কুমার বলেন, “আমাদের এই পৃথিবীর যত্ন নিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা খুব জরুরি।” তিনি আরও যোগ করেন, “পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু সরকারের কাজ নয়, এটি সাধারণ মানুষেরও দায়িত্ব।”
কিন্তু অক্ষয়ের এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় সমালোচনা।
অনেকেই তাঁর এই উদ্যোগকে ‘লোকদেখানো’ বলে কটাক্ষ করেছেন।
কেউ কেউ বলছেন, এটি “পুরোপুরি নাটক”।
আবার অনেকের দাবি, এটি তাঁর আসন্ন সিনেমা ‘জলি এলএলবি ৩’-এর প্রচারের একটি নতুন কৌশল ছাড়া আর কিছুই নয়।
যদিও অক্ষয় কুমার এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে একজন শীর্ষস্থানীয় তারকার সামাজিক কাজে অংশগ্রহণ নিয়ে এমন নেতিবাচক প্রতিক্রিয়া অনেককেই হতাশ করেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0