এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: পাকিস্তানের খ্যাতনামা সংগীতশিল্পী কুরতুলৈন বালুচ অবকাশ যাপনে গিয়ে এক ভয়ংকর বিপদের মুখে পড়েছেন। দেশটির দেওসাই জাতীয় উদ্যানে একটি বাদামি ভালুকের আক্রমণে তাঁর হাতসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, কুরতুলৈন বালুচ দেওসাই জাতীয় উদ্যানে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে নিজের তাঁবুতে ঘুমাচ্ছিলেন। হঠাৎই একটি বাদামি ভালুক তাঁর উপর আক্রমণ করে। এই হামলায় তাঁর হাত মারাত্মকভাবে জখম হয়।
ঘটনার সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিল্পীর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। সৌভাগ্যবশত, তাঁর কোনো হাড় ভাঙেনি, তবে শরীরের বিভিন্ন ক্ষত সারতে বেশ কিছুটা সময় লাগবে।
তাঁর টিমের পক্ষ থেকে এই কঠিন সময়ে শিল্পীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়েছে।
কুরতুলৈন বালুচ ২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গানের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন। তবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘হামসফর’-এর থিম সংগীত ‘ওহ হামসফর থা’ গেয়ে। এ ছাড়াও, তিনি অমিতাভ বচ্চন অভিনীত ভারতীয় সিনেমা ‘পিঙ্ক’-এ ‘কারি কারি’ গানটি গেয়েছিলেন, যা ব্যাপক প্রশংসিত হয়েছিল।
‘কোক স্টুডিও পাকিস্তান’-এর মঞ্চেও তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তাঁর এই দুর্ঘটনার খবরে দুই দেশের ভক্তরাই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0