সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

মেয়েকে আদর করা নিয়ে উপদেশ, মেজাজ হারালেন অভিনেত্রী

“আমার সন্তান। আমি চুমু খাই, চটকাই, মারধোর করি, সবটাই আমার ব্যাপার।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সদ্যই মা হয়েছেন টলিউডের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অহনা দত্ত। ‘মিশকা’ খ্যাত এই অভিনেত্রী মাতৃত্বের প্রতিটি মুহূর্তই উপভোগ করছেন এবং সেই আনন্দের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন। কিন্তু সম্প্রতি, নিজের মেয়েকে আদর করার ধরন নিয়ে নেটিজেনদের একাংশের কুরুচিপূর্ণ মন্তব্যে তীব্রভাবে ক্ষুব্ধ হয়েছেন তিনি। অবশেষে, এক ভিডিও বার্তায় তিনি সমালোচকদের কড়া জবাব দিয়েছেন।

সম্প্রতি অহনাকে উদ্দেশ করে কিছু নেটিজেন মন্তব্য করেন, “এভাবে গাল টিপে বা চুমু খেয়ে কেউ এত ছোট বাচ্চাকে আদর করে?” সন্তানের প্রতি তাঁর ভালোবাসা নিয়ে এমন প্রশ্ন তোলায় এবং অনাকাঙ্ক্ষিত উপদেশ দেওয়ায়, অভিনেত্রী আর চুপ থাকতে পারেননি।

এক ভিডিও বার্তায় অহনা দত্ত রাগের সঙ্গে বলেন, “আমার সন্তান। আমি চুমু খাই, চটকাই, মারধোর করি, সবটাই আমার ব্যাপার।”

তাঁর এই একটি বাক্যেই স্পষ্ট যে, তিনি তাঁর সন্তানকে কীভাবে আদর করবেন বা শাসন করবেন, সেই বিষয়ে বাইরের কারও নাক গলানো একেবারেই পছন্দ করছেন না।

এর আগেও, গর্ভাবস্থায় থাকাকালীন অহনাকে নানা ধরনের সমালোচনার শিকার হতে হয়েছিল। তবে এতদিন তিনি নেতিবাচক মন্তব্য এড়িয়ে গেলেও, এবার সন্তানের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলায় তিনি মেজাজ হারান।

অহনা দত্তের এই বলিষ্ঠ এবং সপাট জবাবকে অনেকেই সমর্থন জানিয়েছেন। তাঁদের মতে, একজন মা-ই তাঁর সন্তানের ভালো বোঝেন এবং সেই বিষয়ে মন্তব্য করার কারো কোনো অধিকার নেই।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0