এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রখ্যাত সেতারবাদক এবং কিংবদন্তি শিল্পী রবিশঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর সম্প্রতি বিকিনি পরা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর, তীব্রভাবে সমালোচিত এবং কটাক্ষের শিকার হন। ‘শাস্ত্রীয় সংগীতের সঙ্গে এমন পোশাক মানায় না’ বা ‘ক্লিভেজ দেখানোর প্রয়োজন নেই’— এমন নানা মন্তব্যের জবাবে এবার এক দীর্ঘ এবং শক্তিশালী পোস্টে মুখ খুললেন তিনি। তিনি সমালোচকদের শুধু কড়া জবাবই দেননি, নিজের শরীরের জার্নি এবং লড়াইয়ের কথাও তুলে ধরেছেন।
অনুষ্কা শঙ্কর তাঁর পোস্টে কিছু তির্যক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন।
একজন লিখেছিলেন, “ভারতের শাস্ত্রীয় সংগীত খুবই পবিত্র। কিন্তু এর সঙ্গে এই পোশাক মানানসই নয়।”
আরেকজন লেখেন, “আপনার ওপর এমনিতেই ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তাই আপনার ক্লিভেজ দেখানোর কোনো প্রয়োজন নেই।”
এইসব মন্তব্যের উত্তরে অনুষ্কা এক দীর্ঘ পোস্টে লেখেন, “এটা একটা শরীর। এর মধ্যে বিশেষ কিছু নেই। তবে পাশাপাশি এই শরীরের কিছু চমকপ্রদ অভিজ্ঞতা রয়েছে।”
তিনি তাঁর শরীরের লড়াইয়ের কথা তুলে ধরে বলেন, “এই শরীর দুই সন্তানের জন্ম দিয়েছে। শৈশবে এই শরীরের ওপরে হেনস্তা চলেছে। পুরুষদের সঙ্গে ভয়ংকর পরিস্থিতিতে পড়েছে এই শরীরই। কত অস্ত্রোপচার হয়েছে। এই শরীরে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে। ...মাত্র ১১ বছর বয়স থেকে মাইগ্রেনের যন্ত্রণা রয়েছে।”
তিনি স্পষ্ট করে দেন, শরীরটা তাঁর এবং তা নিয়ে অন্য কারও মন্তব্য করার কোনো অধিকার নেই। তিনি মনে করেন, যাঁরা অন্যের শরীর নিয়ে মন্তব্য করেন, লজ্জাটা আসলে তাঁদেরই হওয়া উচিত।
১১ বার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই বিশ্বখ্যাত শিল্পীর এমন সাহসী এবং বলিষ্ঠ জবাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন অগণিত অনুরাগী। তাঁরা তাঁর এই প্রতিবাদী কণ্ঠস্বরের ভূয়সী প্রশংসা করছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0