সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

ভেনিস মাতালো ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’

উদ্ধারকর্মীরা ফোনে তাকে শান্তনা দেওয়ার চেষ্টা করছেন, যখন সে একটি গাড়ির ভেতরে তার মৃত আত্মীয়দের পাশে গুলিবিদ্ধ অবস্থায় আটকে ছিল।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি কন্যাশিশু হিন্দ রজবের মর্মান্তমান্তিক কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ এ বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে সিলভার লায়ন (দ্বিতীয় সেরা ছবি) পুরস্কার জিতে নিয়েছে। ফরাসি-তিউনিসীয় পরিচালক কাওথের বিন হানিয়া নির্মিত এই ছবিটি উৎসবের শুরু থেকেই এর আবেগঘন এবং ভয়াবহ বাস্তবতার জন্য আলোচনায় ছিল।

চলচ্চিত্রটিতে গত বছর গাজায় ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনা তুলে ধরা হয়েছে। গাজা শহর থেকে পরিবারের সঙ্গে পালিয়ে যাওয়ার সময়, হিন্দ রজব নামের পাঁচ বছর বয়সী শিশুটি ইসরায়েলি বাহিনীর গুলির মুখে পড়ে।

সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো, এতে হিন্দ রজবের প্রকৃত ভয়েস রেকর্ডিং ব্যবহার করা হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে শিশুটির ঘণ্টার পর ঘণ্টা ধরে চলা ফোনালাপের সেই অডিও ক্লিপে শোনা যায়, উদ্ধারকর্মীরা ফোনে তাকে শান্তনা দেওয়ার চেষ্টা করছেন, যখন সে একটি গাড়ির ভেতরে তার মৃত আত্মীয়দের পাশে গুলিবিদ্ধ অবস্থায় আটকে ছিল।

এক পর্যায়ে, ইসরায়েলি সেনারা আবারও গুলি করে শিশুটিকে হত্যা করে এবং তাকে উদ্ধার করতে যাওয়া দুজন অ্যাম্বুলেন্স কর্মীকেও গুলি করে হত্যা করা হয়।

গত বুধবার সিনেমাটির প্রিমিয়ারের পর দর্শকরা দাঁড়িয়ে ২৩ মিনিট ধরে করতালি দেন, যা ভেনিস উৎসবের ইতিহাসে এক বিরল ঘটনা। পুরস্কার গ্রহণ করে পরিচালক কাওথের বেন হানিয়া বলেন, “হিন্দ রজবের গল্প শুধু একটি শিশুর নয়, এটি এক পুরো জাতির করুণ কাহিনি; যারা গণহত্যার শিকার।”

এই উৎসবে সর্বোচ্চ সম্মান, গোল্ডেন লায়ন, জিতেছে মার্কিন পরিচালক জিম জারমাশের ছবি ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’। তবে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’-এর এই বিজয় ফিলিস্তিনের চলমান সংকটকে বিশ্বমঞ্চে আরও একবার জোরালোভাবে তুলে ধরল।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0