এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউড অভিনেত্রী ও ফিটনেস আইকন মালাইকা অরোরা আবারও আলোচনায়। সম্প্রতি তিনি মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে অবস্থিত তাঁর একটি বিলাসবহুল ফ্ল্যাট ৫ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছেন, যাতে তাঁর লাভ হয়েছে প্রায় ২ কোটি ২০ লাখ রুপি। একদিকে যেমন এই লাভজনক লেনদেন নিয়ে চর্চা চলছে, তেমনই অন্যদিকে, তিনি দ্বিতীয়বার বিয়ে করার সম্ভাবনা নিয়েও এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মালাইকা অরোরা ২০১৮ সালের মার্চ মাসে লোকান্ডওয়ালা কমপ্লেক্সের রুনওয়াল এলিগান্তে আবাসিক প্রকল্পে ফ্ল্যাটটি কিনেছিলেন ৩ কোটি ৫০ লাখ রুপিতে। সাত বছর পর, ফ্ল্যাটটি বিক্রি করে তিনি প্রায় ৬২ শতাংশ লাভ করলেন।
অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর, মালাইকা কি আবারও বিয়ে করবেন? পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে ৫১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, “কখনো না বলতে নেই। আমি ভালোবাসায় বিশ্বাস করি, সবকিছুতেই ভালোবাসা দেখি। তাই কখনোই না (বিয়ে প্রসঙ্গে) বলব না।”
১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করার প্রায় ১৮ বছর পর, ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর তিনি দীর্ঘদিন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন, যা গত বছর ভেঙে যায়।
কাজের ক্ষেত্রেও মালাইকা ফিরছেন নতুন চমক নিয়ে। তাঁকে খুব শীঘ্রই আয়ুষ্মান খুরানা অভিনীত আসন্ন হরর-কমেডি ‘থামা’ সিনেমার একটি বিশেষ আইটেম গানে দেখা যাবে।
সব মিলিয়ে, লাভজনক সম্পত্তি বিক্রি এবং বিয়ে নিয়ে তাঁর ইতিবাচক মনোভাব— মালাইকা অরোরা যে তাঁর জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, তা স্পষ্ট।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0