রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

‘কুলি’র ওটিটি রিলিজের ঘোষণায় অবাক ভক্তরা

গত ১৪ আগস্ট মুক্তি পাওয়ার পর, ‘কুলি’ বিশ্বজুড়ে প্রায় ৫১০ কোটি রুপি আয় করে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। তবে ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: প্রেক্ষাগৃহে দাপট দেখানোর পর, এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে সুপারস্টার রজনীকান্তের বহুল আলোচিত সিনেমা ‘কুলি’। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাস পূর্ণ হওয়ার আগেই, আগামী ১১ সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে ছবিটি স্ট্রিম হতে চলেছে। লোকেশ কানাগরাজ পরিচালিত এই সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে। তবে এত দ্রুত ওটিটিতে ছবিটির মুক্তি পাওয়ায় ভক্তদের মধ্যে বিস্ময় এবং কিছুটা হতাশা দেখা দিয়েছে।

সাধারণত, কোনো বড় সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির ন্যূনতম ৮ সপ্তাহ পর ওটিটিতে আসে। কিন্তু ‘কুলি’ মাত্র এক মাসের মধ্যেই ওটিটিতে আসায়, অনেকেই ছবিটির সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন।

একজন ভক্ত লিখেছেন, “ভেবেছিলাম ওটিটি রিলিজের আগে ন্যূনতম ৮ সপ্তাহের ব্যবধান থাকে।”

আরেকজন প্রশ্ন তুলেছেন, “মাত্র এক মাস পরেই! তাহলে কি “কুলি” গড়পড়তা নাকি ফ্লপ?”

অনেকেই আবার হিন্দি ভাষায় ছবিটি কেন আনা হচ্ছে না, তা নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন।

গত ১৪ আগস্ট মুক্তি পাওয়ার পর, ‘কুলি’ বিশ্বজুড়ে প্রায় ৫১০ কোটি রুপি আয় করে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। তবে ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই এটিকে পরিচালক লোকেশ কানাগরাজের অন্যতম দুর্বল সিনেমা হিসেবে আখ্যা দিয়েছেন, যদিও তাঁরা রজনীকান্তের উপস্থিতি এবং অ্যাকশনের প্রশংসা করেছেন।

ছবিটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান এবং অতিথি চরিত্রে আমির খান। সব মিলিয়ে, বক্স অফিসে সফল হলেও, ‘কুলি’র এত দ্রুত ওটিটিতে আসাটা দর্শকদের মধ্যে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0