এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডের দুই শীর্ষ নায়িকা আলিয়া ভাট এবং দীপিকা পাড়ুকোনের মধ্যকার পেশাগত প্রতিযোগিতা এবার এক নতুন মাত্রা পেল। জনপ্রিয় পোশাক ব্র্যান্ড লেভিস (Levi's)-এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া ভাট। কিন্তু এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ, এতদিন এই দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন। আলিয়াকে ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে ঘোষণা করার পরই, দীপিকার ভক্তরা সামাজিক মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছেন।
আলিয়া ভাট লেভিস-এর নতুন মুখ— এই ঘোষণা আসার পর থেকেই দীপিকা পাড়ুকোনের ভক্তরা সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন।
অনেকেই অভিযোগ তুলেছেন, আলিয়া নাকি দীপিকার জায়গা “দখল” করেছেন।
একজন লিখেছেন, “আলিয়া সব জায়গায় ঢুকতে চায়।”
অনেকেই আবার দীপিকাকেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ফেরত আনার দাবি জানাচ্ছেন।
তবে আলিয়া ভাটের ভক্তরা বিষয়টিকে তাঁর সাফল্যের আরও একটি স্বীকৃতি হিসেবেই দেখছেন। দুই সুপারস্টারের ভক্তদের মধ্যে এই নিয়ে তীব্র তর্ক-বিতর্ক এবং দ্বন্দ্ব চললেও, এখন পর্যন্ত দীপিকা বা আলিয়া— কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বর্তমানে আলিয়া ভাট তাঁর ক্যারিয়ারের শীর্ষে রয়েছেন। তাঁকে সর্বশেষ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা গেছে। সামনে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’ এবং সঞ্জয় লীলা বানসালির বহু প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে তাঁকে, যেখানে তিনি স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করবেন।
সব মিলিয়ে, লেভিস-এর এই ব্যবসায়িক সিদ্ধান্তটি বলিউডের দুই শীর্ষ নায়িকার ভক্তদের মধ্যে এক ভার্চুয়াল যুদ্ধ শুরু করে দিয়েছে, যা তাঁদের মধ্যকার পেশাগত প্রতিযোগিতাকেই আরও একবার সামনে নিয়ে এলো।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0