রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

টাইগারের সঙ্গে কাজ করে কেমন লাগল সঞ্জয় দত্তের?

‘বাঘি ৪’-এ আমার চরিত্রটি খুবই শক্তিশালী এবং নৃশংস, কিন্তু ছবির শেষে দর্শকদের মনে তার প্রতি এক ধরনের অনুভূতি তৈরি হবে।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টাইগার শ্রফ এবং সঞ্জয় দত্ত অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘বাঘি ৪’। সিনেমাটিতে এক ভয়ংকর খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কেন তিনি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন এবং এই চরিত্রটি কীভাবে তাঁকে তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি, ‘বাস্তব’-এর কথা মনে করিয়ে দিয়েছিল।

পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, “‘বাঘি ৪’-এ আমার চরিত্রটি খুবই শক্তিশালী এবং নৃশংস, কিন্তু ছবির শেষে দর্শকদের মনে তার প্রতি এক ধরনের অনুভূতি তৈরি হবে।”

তিনি আরও যোগ করেন, “যখন আমি প্রথম চিত্রনাট্য শুনেছিলাম, তখন আমার ‘বাস্তব’ ছবির কথা মনে পড়ে যায়। এমন অনুভূতি আমার অনেকদিন হয়নি।”

 এই চরিত্রের জন্য তিনি যে কঠোর পরিশ্রম করেছেন, সে কথাও জানান অভিনেতা। তিনি বলেন, “এই চরিত্রের জন্য আমি নিজেকে নতুন করে তৈরি করেছি। শরীরচর্চা করেছি, কঠোর প্রশিক্ষণ নিয়েছি এবং অনেক পরিশ্রম করেছি।”

তিনি আরও বলেন, টাইগার শ্রফের মতো তরুণ এবং নিবেদিতপ্রাণ অভিনেতাদের সঙ্গে কাজ করে তাঁর নিজেকেও নতুন অভিনেতার মতো মনে হয়েছে।

সাজিদ নাদিওয়ালার প্রযোজনায় এবং এ. হর্ষ পরিচালিত ‘বাঘি ৪’-এ টাইগার শ্রফকে দেখা যাবে সঞ্জয় দত্তের বিরুদ্ধে এক ভয়ংকর মিশনে। একজন কিংবদন্তি অভিনেতার মুখ থেকে ‘বাস্তব’-এর মতো ক্লাসিকের সঙ্গে তুলনা, সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0