রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

অস্ট্রেলিয়া সফরের মাঝেই বাবা হওয়ার গুঞ্জন!

হাসপাতালের পোশাকে থাকা একজন তাহসানের কোলে একটি নবজাতককে তুলে দিচ্ছেন এবং তাহসান উচ্ছ্বসিত মুখে শিশুটির দিকে তাকিয়ে আছেন। এই ছবিটি দেখেই ভক্তরা অনুমান করতে শুরু করেন, এটি তাহসান ও রোজার সন্তান।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বর্তমানে তাঁর সংগীত জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে থাকলেও, দেশজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। সম্প্রতি একটি হাসপাতালে এক নবজাতকের সঙ্গে তাঁর একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, গুঞ্জন ওঠে তিনি এবং তাঁর স্ত্রী রোজা আহমেদ বাবা-মা হয়েছেন। অবশেষে, এই গুঞ্জনের অবসান ঘটিয়ে মুখ খুললেন তাহসান নিজেই। তিনি জানিয়েছেন, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ছবিটি তিন বছর পুরনো।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, হাসপাতালের পোশাকে থাকা একজন তাহসানের কোলে একটি নবজাতককে তুলে দিচ্ছেন এবং তাহসান উচ্ছ্বসিত মুখে শিশুটির দিকে তাকিয়ে আছেন। এই ছবিটি দেখেই ভক্তরা অনুমান করতে শুরু করেন, এটি তাহসান ও রোজার সন্তান।

এই গুঞ্জন নিয়ে নেটিজেনদের মধ্যে যখন আলোচনা তুঙ্গে, তখন তাহসান গণমাধ্যমকে বলেন, “এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন তার বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম; এটা তখনকার ছবি।”

এই ধরনের ভিত্তিহীন খবরে তিনি বেশ বিব্রত বলেও জানান।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতিকে নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে। সম্ভবত, সেই কৌতূহল থেকেই এই ধরনের গুঞ্জনের জন্ম হয়েছে।

বর্তমানে তাহসান অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, ব্রিসবেন, সিডনিসহ বিভিন্ন শহরে কনসার্ট নিয়ে ব্যস্ত রয়েছেন।

 বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0