এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদের পরিবারে নেমে এসেছে এক গভীর সংকট। তাঁর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে তিনি নিখোঁজ। আজ শনিবার (১৯ জুলাই) সকালে সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই এই হৃদয়বিদারক খবরটি জানান এবং বাবাকে খুঁজে পেতে দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়েছেন। এই ঘটনায় তাঁর সহকর্মী ও ভক্তরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
যেভাবে ঘটনাটি ঘটল: প্রসূন আজাদ তাঁর ফেসবুক পোস্টে জানান, তাঁর বাবা শুক্রবার বিকেল ৪টায় লুঙ্গি ও পাঞ্জাবি পরে বাড়ি থেকে বের হন। তিনি সঙ্গে কোনো মোবাইল ফোন নেননি। তাঁর মা ভেবেছিলেন, তিনি হয়তো এলাকার আশেপাশেই কোথাও গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিনি আর ফিরে আসেননি।
মেয়ের আকুল আবেদন ও পরিবারের অসহায়ত্ব: প্রসূন তাঁর প্রথম পোস্টে লেখেন, “আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।” পরে তিনি বাবার কয়েকটি ছবি প্রকাশ করে একটি দীর্ঘ পোস্টে লেখেন, “আমার আব্বুকে কেউ রাস্তায় বা হসপিটালে বা যে কোনো জায়গায় দেখলে আমাদের সাথে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, তাঁর মা সারারাত ধরে ঢাকার রাস্তায় রাস্তায় বাবাকে খুঁজে বেড়িয়েছেন। প্রসূনের ভাষায়, “আম্মু ভোরবেলা পর্যন্ত রাস্তায় রাস্তায় খুঁজে ক্লান্ত।”
পরিবারের উদ্বেগ এবং আইনি পদক্ষেপ: প্রসূন জানিয়েছেন, তাঁর বাবা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী, তবে তাঁর কোনো মানসিক সমস্যা নেই এবং এর আগে এমন ঘটনা কখনও ঘটেনি। এই বিষয়টি পরিবারের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সারারাত খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পাওয়ায়, পরিবার এখন আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রসূন জানিয়েছেন, তাঁরা নিখোঁজ ডায়েরি করার জন্য থানার দ্বারস্থ হচ্ছেন।
২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসা প্রসূন আজাদ বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে, সংসার নিয়েই বেশি ব্যস্ত। এই কঠিন সময়ে তিনি তাঁর বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0