বিনোদন ডেস্ক: প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘তারা তিনজন’-এর তিন চরিত্রে অভিনয় করা ডা. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুকে নিয়ে নতুন একটি প্রকল্প তৈরি করেছেন হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। সম্প্রতি একটি কোম্পানির জন্য পাঁচটি বিজ্ঞাপন চিত্র নির্মিত হয়েছে, যেখানে এই তিন অভিনেতা একসঙ্গে অভিনয় করেছেন।
১১ বছর আগের ‘তারা তিনজন’ নাটকের চরিত্রগুলো আজও দর্শকদের মনে দাগ কেটে আছে। সেই স্মৃতিকে নতুন করে ফুটিয়ে তুলতে নুহাশ হুমায়ূনের নির্দেশনায় তৈরি হয়েছে পাঁচটি বিজ্ঞাপন। ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, \নুহাশ হুমায়ূনের নির্দেশনায় আমরা তিনজন আবারও একসঙ্গে কাজ করেছি। তার কাজে আমি অভিভূত।\
হুমায়ূন আহমেদের ১০টি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এই তিন শিল্পী। ‘তারা তিনজন’ নাটকে স্বাধীন খসরু মামা চরিত্রে, এজাজুল ইসলাম বন্ধু চরিত্রে এবং ফারুক আহমেদ অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
ইতিমধ্যে পাঁচটি বিজ্ঞাপনের মধ্যে ‘জীবন একটা কুয়া’ শিরোনামের একটি বিজ্ঞাপন টেলিভিশন ও ইউটিউবে প্রকাশিত হয়েছে। বাকি বিজ্ঞাপনগুলোও শীঘ্রই প্রকাশের অপেক্ষায় রয়েছে।
নুহাশ হুমায়ূনের এই উদ্যোগ হুমায়ূন আহমেদের ভক্তদের মধ্যে নতুন করে উৎসাহ জাগিয়েছে। দর্শকরা আবারও সেই জনপ্রিয় তিন চরিত্রের ম্যাজিক দেখতে পাবেন বলে আশা করছেন।