জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক অভিযানে যুবদল নেতা ও এক প্রবাসীর মৎস্য খামার থেকে অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার গভীর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর দাবি, আটক যুবদল নেতার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।
সেনাবাহিনী জানায়, অভিযানে জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক এ কে এম ফরিদ উদ্দিনকে একনলা বন্দুক ও ১ লাখ ৫ হাজার টাকা সহ আটক করা হয়। একই রাতে দক্ষিণ হামছাদী গ্রামের পালেরহাট সংলগ্ন নাঈম নামে এক মালয়েশিয়ান প্রবাসীর মৎস্য খামার থেকে ইয়াবা, তিনটি বিদেশি মদের বোতল, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, সিসি ক্যামেরা ও মনিটর উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যুবদল নেতাকে অস্ত্রসহ আটক করা হয়। পরে নাঈমের মৎস্য খামারে অভিযান চালিয়ে ইয়াবা, মদ, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, সিসি ক্যামেরা ও মনিটর উদ্ধার করা হয়। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নাঈম ও তার অনুসারীরা পালিয়ে যায়। আসামি ও উদ্ধারকৃত সরঞ্জামগুলো আইনী প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0