জেলা প্রতিনিধি
ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন। টানা সাড়ে ৫ ঘণ্টা অবরোধের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এর ফলে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বাকৃবির জব্বারের মোড় এলাকায় রেলপথ থেকে অবরোধ প্রত্যাহার করা হয়।
এর আগে দুপুর ১১টা ৫৫ মিনিটে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা রেললাইনে বসে ছয় দফা দাবির পক্ষে স্লোগান দিয়ে অবরোধ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, “শিক্ষার্থীদের অবরোধের কারণে বেলা ১১টা ৫৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল। এতে ময়মনসিংহ স্টেশনে বলাকা, ফাতেমা নগরে মহুয়া, আউলিয়া নগরে জামালপুর এক্সপ্রেস, গফরগাঁওয়ে অগ্নিবীনা এবং মশাখালী স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস আটকা পড়ে। এ ঘটনায় চরম যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ থেকে সরে যাওয়ায় বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0