জেলা প্রতিনিধি
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমিক যুগল থেকে আদায় করা টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এর জেরে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ বাজারে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন এবং ছাত্রদল নেতা মাহমুদ হাসানের সার ও কীটনাশকের দোকান ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বান্না গ্রামে এক প্রেমিক যুগলকে আটক করে সালিশের মাধ্যমে ৫০ হাজার টাকা নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর ইসলাম রিপন। ওই টাকা নিয়ে ছাত্রদল নেতা মাহমুদ হাসানের সঙ্গে তার বিরোধ শুরু হয়। এর জের ধরে রিপন ও তার সহযোগীরা সোমবার সন্ধ্যায় মাহমুদের দোকানে হামলা চালালে সংঘর্ষ বাঁধে।
মাহমুদ হাসান বলেন, রিপন আওয়ামী লীগের লোকজন নিয়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। এতে আমার পক্ষের তানভীরসহ ১০ জন আহত হন। দোকান ভাঙচুর ও মালামাল ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নগদ টাকা লুট করা হয়েছে।
হামলার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, রিপন দীর্ঘদিন ধরে ছাত্রদলসহ বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে সালিশ মীমাংসার অজুহাতে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। সম্প্রতি এক প্রেমিক যুগলকে আটক করে রিপন প্রথমে ছেলের পকেটে থাকা ১৮ হাজার টাকা এবং পরে আরও ৫০ হাজার টাকা নেন। আমাদের নাম ভাঙিয়ে এসবের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
তবে অভিযোগ অস্বীকার করে হাসানুর ইসলাম রিপন বলেন, শালিশে যে ৫০ হাজার টাকা পেয়েছিলাম, তা দলের ছেলেদের মধ্যে ভাগ করে দিয়েছি। এরপরও মাহমুদ বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টি করেন। সোমবার তার দোকানে গেলে আমার লোকজনের ওপর হামলা চালান। এতে আমার পক্ষের চার জন আহত হন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় রাতে মাহমুদ হাসান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হামলার প্রতিবাদে রাত সাড়ে ১০টায় গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা ছাত্রদল। সেখানে হামলায় জড়িত রিপনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অপরদিকে, হাসানুর ইসলাম রিপনও রাতে সংবাদ সম্মেলন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0